অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সমর্থন ! ভারতের দাবি অস্বীকার চিনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং দাবি করেছিলেন, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন পাকিস্তানকে (Pakistan) সাহায্য করেছে চিন (China)। কিন্তু এবার সেই দাবিই অস্বীকার করল বেজিং। পাকিস্তানকে ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করে চিন জানিয়েছে, কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে না তারা।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

এক সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, ‘এমন কোনও বিষয় আমার জানা নেই। আমি অবশ্যই বলব চিন এবং পাকিস্তান ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা থাকাটা স্বাভাবিক। তবে তা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়।’ ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে মাও বলেন, ‘সংলাপ এবং পরামর্শের মাধ্যমে দুই দেশের মতপার্থক্যের সমাধান করা এবং যৌথভাবে এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখার জন্য উভয়পক্ষকে সমর্থন করে চিন। এটিই চিনের নীতি।’

উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং (Indian Army’s Deputy Chief Lt Gen Rahul R Singh) বলেছিলেন, ‘আপনি যদি গত পাঁচ বছরের পরিসংখ্যান দেখেন, তাহলে পাকিস্তান যে সামরিক সরঞ্জাম পায় তার ৮১% চিন থেকে আসে। এই সংঘর্ষে, চিন নিজের অস্ত্র পরীক্ষা করতে সক্ষম হয়েছিল। এই সংঘাতকে তারা একটি পরীক্ষাগারের মতো ব্যবহার করেছে।’ কিন্তু সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র। উলটে ভারত-চিনের সম্পর্ক বর্তমানে ‘উন্নতি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে’ রয়েছে বলে জানিয়েছেন তিনি। বেজিং যে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে চায়, সেটাই স্পষ্ট করেছেন তিনি।.

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন