Bangla News Dunia, Pallab : ‘অপারেশন সিঁদুর এখনও জারি আছে, পাকিস্তান যদি আক্রমণ করে তবে ভারতও পালটা আঘাত হানবে’, সর্বদল বৈঠকে এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের পঞ্জাব প্রদেশে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পহেলগাঁও হামলার পর এই প্রত্যাঘাত নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডাকা হয়। প্রতিরক্ষামন্ত্রী প্রত্যাঘাত নিয়ে বিরোধীদের অবগত করেছেন।
আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন
সূত্রের খবর, রাজনাথ সর্বদল বৈঠকে দাবি করেছেন, ‘প্রত্যাঘাতে প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে।’ তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, এবিষয়ে এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ‘অপারেশেন সিঁদুর অভিযান জারি রয়েছে। ভারত পরিস্থিতির আর অবনতি চায় না। তবে পাকিস্তান যদি আক্রমণ করে তবে সেনাও পালটা আঘাত করবে।’
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘বৈঠক ফলপ্রসূ ছিল। আমি সমস্ত নেতাদের ধন্যবাদ জানাতে চাই। সবাই আমাদের সমর্থন করেছেন।’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সরকারকে যে কোনও পদক্ষেপে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ