Bangla News Dunia, Pallab : শুধুমাত্র একটা সরকারি চাকরি পাবার জন্য এখনো রাজ্যের প্রচুর বেকার যুবক-যুবতীরা দিনরাত্রি এক করে খেটে চলেছেন। কিন্তু রাজ্যে সরকারি চাকরির এখন যে অবস্থা এবং দুর্নীতি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে রাজ্যে নিয়োগে, তার ফলে চাকরি পাওয়ার মনোবল ভেঙে যাচ্ছে প্রায়শি রাজ্যের বেকার যুবক-যুবতীদের।
এদিকে আবার পুলিশ বিভাগের দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে রাজ্যের তরফ থেকে। তাছাড়াও কলকাতা পুলিশের থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যতা পুলিশের অভাবে বেজায় সমস্যায় পড়েছে এখন বর্তমানে। যার ফলে 2023-24 অর্থবর্ষে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু তখন হোমগার্ড পদে কোন নিয়োগ করা হয়নি। তাই এবার হোমগার্ড পদে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
হোমগার্ড পদের নিয়োগ হবে যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের :
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গত সোমবার অর্থাৎ 03.03.2025 তারিখে কলকাতার নবান্ন ভবন থেকে কলকাতার পুলিশ কমিশনার কে হোম গার্ড নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র বা নোটিশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আলোচনায় সিদ্ধান্ত নেওয়ার নতুন 500টি হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে।
অর্থাৎ 10% বাদ দিলে মোট 450টি শূন্য পদে হোমগার্ড পদকনিয়োগ করা হবে রাজ্যের বেকার যুবক-যুবতীদের। যার ফলে এই নিয়োগ প্রক্রিয়া একদিকে যেমন রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতী চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো এনেছে ঠিক তেমনি সিভিক ভলেন্টিয়াদের কাছেও আরো উচ্চতর পদে চাকরি করার এটা দুর্দান্ত সুযোগ হয়ে এসেছে।
কলকাতা পুলিশ তৎপর হয়ে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে :
নবান্নের তরফে ছাড়পত্র মিলতেই হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইতিমধ্যে একটি এনরোলমেন্ট কমিটি করতে চলেছে। যেখানে যোগ্যপ্রার্থীদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে প্রথমে, কিন্তু সংরক্ষিত সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এই লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে আপনি পাস হবেন সেটা সম্বন্ধে কোনরকম অফিশিয়াল তথ্য এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে সেটা কনফার্ম হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে তাই এবার একটা বড় পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, 2024 সালের জানুয়ারি মাসে ভাঙ্গরে হিংসা দূর করতে রাতারাতি সেই এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিল কলকাতা পুলিশ।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড