Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গেও এনআরসি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, অসম সরকারকে দিয়ে এই চেষ্টা হচ্ছে বাংলায়। যা তাঁর মতো ‘অসাংবিধানিক আগ্রাসন’। কোচবিহার জেলার দিনহাটার এক বাসিন্দাকে অসম সরকার এনআরসি’র নোটিশ পাঠিয়েছে জানিয়ে ওই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এক্স হ্যান্ডেলে মঙ্গলবার তিনি একে ‘পূর্বপরিকল্পিত ও বিপজ্জনক’ মন্তব্য করে বলেন, ‘আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি। এটা গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ। অসমের বিজেপি সরকার কোনও সাংবিধানিক ক্ষমতা ছাড়াই বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিতে চাইছে বিজেপি সরকার। রাজনৈতিক উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছে।’
উত্তম কুমার ব্রজবাসী নামে দিনহাটার যে বাসিন্দাকে অসম সরকার নোটিশ পাঠিয়েছে, তিনি ৫০ বছর ধরে সেখানেই বসবাস করছেন বলে তাঁর দাবি। বৈধ পরিচয়পত্রও তাঁর আছে বলে তিনি জানিয়েছেন। তাঁকেই অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইবিউনাল। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন মমতা। এর বিরোধিতায় সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিভাজনমূলক ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে বাংলা চুপ করে বসে থাকবে না। এর বিরুদ্ধে সর্বত্র আন্দোলন করা হবে। কোনওভাবেই এই রাজ্যে এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না।’ পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, এব্যাপারে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। রাজ্য সরকার এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্যসচিব।
বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অবশ্য দাবি করছেন, রাজ্য সরকারের ভুলের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘অসম সীমান্ত দিয়ে বাংলায় চলে আসা শরণার্থীরা বিভিন্ন জায়গায় রয়েছেন। কিন্তু এই শরণার্থীদের সম্পর্কে কোনও তথ্য রাজ্য সরকার আগে দেয়নি। সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে।’
অসমে কয়েক বছর আগেই এনআরসি করা হয়েছে। যার জেরে অসমে কয়েক লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। তাঁরা সবাই অসমে বাস করতেন। কিন্তু সেই রাজ্যের সীমানার বাইরে বাংলার এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানোকে মুখ্যমন্ত্রী যে অস্ত্র করতে চাইছেন, তা স্পষ্ট।
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?