কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সুপারনিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের উপর দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রেখেছে। এই সিদ্ধান্তের ফলে আপাতত এই অতিরিক্ত পদগুলিতে কোনও নতুন নিয়োগ করা যাবে না। একক বেঞ্চের দেওয়া পূর্ববর্তী নির্দেশকেই ডিভিশন বেঞ্চও মান্যতা দিয়েছে।
আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন
মূল ঘটনা:
রাজ্য সরকার এসএসসি নিয়োগের ক্ষেত্রে যে অতিরিক্ত পদ (সুপারনিউমেরারি পোস্ট) তৈরি করেছিল, তার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই পদ তৈরির প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছে, যার ফলে এই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া আপাতত থমকে গেছে।
আদালত এই ধরনের অতিরিক্ত পদ তৈরির আইনগত ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। মামলাকারীদের আইনজীবী দীর্ঘ অপেক্ষার কথা এবং রাজ্যের মন্ত্রিসভার অনুমোদনের যুক্তি দিলেও ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহারে সম্মত হয়নি। এই রায়ের ফলে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
গুরুত্বপূর্ণ দিক:
- আইনগত প্রশ্ন: আদালত মূলত এই অতিরিক্ত পদ তৈরির আইনগত দিকটি খতিয়ে দেখছে।
- চাকরিপ্রার্থীদের উদ্বেগ: এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের দুশ্চিন্তা বেড়েছে।
- স্থগিতাদেশ বহাল: একক বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চেও বহাল থাকায় নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে।
আরও পড়ুন : মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?