Bangla News Dunia, Pallab : বুধবার প্রকাশিত হয়েছে আইসিএসই (দশম) পরীক্ষার ফলাফল (ICSE Result 2025)। এই পরীক্ষাতেই দুর্দান্ত ফল করেছে আসানসোলের (Asansol) প্রত্যুষ রায় মিশ্র। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে সে। তার এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
জানা গিয়েছে, আসানসোলের সেন্ট প্যাট্রিক্স স্কুলের ছাত্র প্রত্যুষ। পরীক্ষায় নিজের ফলাফল দেখে উচ্ছ্বসিত প্রত্যুষ বলে, ‘আমি খুবই খুশি। আমি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করেছেন তাঁরা। আমার লক্ষ্য ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে অবদান রাখা।’ বুধবার ফল প্রকাশের পরই শিক্ষা দপ্তরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা ও পুষ্পস্তবক নিয়ে প্রত্যুষের বাড়িতে পৌঁছে তাকে অভিনন্দন জানান।
প্রত্যুষের বাবা ডাঃ প্রবীণ রায় আসানসোলের একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। আসানসোলের একটি চক্ষু হাসপাতালের কর্ণধারও তিনি। ছেলের কৃতিত্বে গর্ব প্রকাশ করে তিনি বলেন, ‘প্রত্যুষের কঠোর পরিশ্রম প্রমাণ করেছে যে সঠিক লক্ষ্যে যাওয়ার চেষ্টা কখনও বৃথা যায় না।’
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়