Bangla News Dunia, Pallab : পোড়া গরম আর ভ্যাপসা অস্বস্তির মাঝে বাংলার আকাশে ভেসে এলো স্বস্তির সম্ভাবনা। তবে সঙ্গে আনছে ঝড়ের দাপট! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে। থাকবে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার সম্ভাবনাও।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?
কোন কোন জেলায় ঝড়বৃষ্টি বেশি হবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিচের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে:
জেলা | সম্ভাব্য ঝড়ের পরিস্থিতি |
---|---|
পশ্চিম মেদিনীপুর | ৬০-৭০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত |
ঝাড়গ্রাম | দমকা হাওয়া ও শিলাবৃষ্টি |
পূর্ব বর্ধমান | বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি |
পশ্চিম বর্ধমান | কালবৈশাখীর সম্ভাবনা |
বীরভূম | বজ্রপাত ও ভারী বৃষ্টি |
কবে কোথায় ঝড় আসতে পারে?
- বৃহস্পতিবার: মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল।
- শুক্রবার: নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রপাত-সহ কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে।
- শনিবার ও রবিবার: কলকাতা সহ অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সঙ্গে বইবে দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা)।
- সোমবার: ঝড়ের সম্ভাবনা থাকবে আবারও নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গেও বৃষ্টি!
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও জানানো হয়েছে।
বর্ষা ঢোকার ইঙ্গিত!
আবহাওয়া দপ্তরের মতে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করেছে। অনুকূল পরিস্থিতি থাকলে আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জেও ঢুকে পড়বে। এর ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরি হলেও তৎক্ষণাৎ স্বস্তি আসছে না।