Bangla News Dunia, Pallab : গাজায় যদি দ্রুত আরও মানবিক সাহায্য না পৌঁছায়, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাণ হারাতে যাচ্ছে প্রায় ১৪ হাজার শিশু এমনটাই আশঙ্কা করছে জাতিসংঘ। মঙ্গলবার (২০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে গাজায় খাদ্য, ওষুধ ও শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। তিনি বলেন, “এই মুহূর্তে পাঁচটি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে, যার মধ্যে শিশুদের খাবার রয়েছে। তবে এটি একটি সমুদ্রের মধ্যে একফোঁটা পানির মতো। ত্রাণ পৌঁছাতে না পারলে ৪৮ ঘণ্টার মধ্যেই ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।”
ফ্লেচার আরও বলেন, “অপুষ্টির কারণে অনেক মা দুধ পান করাতে পারছেন না। আমরা শিশুদের জন্য বিশেষ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, তবে অনুমতি না পেলে সেটা সম্ভব নয়।”
প্রায় ১১ সপ্তাহ ধরে ইসরায়েল গাজার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। সম্প্রতি কিছু ত্রাণ ঢুকতে দেওয়া হলেও তা খুবই অল্প পরিমাণে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজার পরিস্থিতি বদলাতে পারেনি।
এদিকে মঙ্গলবার ভোর থেকেই গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরু হয়েছে। এতে নারী ও শিশুসহ আরও অন্তত ৬০ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন।