আগামী 5 দিন বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন জেলায় কেমন বৃষ্টি হবে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ ৷ তবে, মৌসুমি অক্ষরেখা এখন শ্রীগঙ্গানগর, কানপুর, রোহতক, বারাণসী, ঝাড়খণ্ড, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে, আগামী 5 দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ঘাটতি:

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে । তবে, উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে । গত দু’বছরে যদিও উল্টোটাই দেখা গিয়েছে । উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি- পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে । জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতেও । সেই সঙ্গে, স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে ।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা । পাশাপাশি, ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা ৷ শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা-পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷

শনিবার দক্ষিণবঙ্গের 8টি জেলা- পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এই 8 জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । যদিও, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । তবে, রবিবার ও সোমবার আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ।

আরও পড়ুন:- হিন্দু মেয়েদের ফুঁসলিয়ে ধর্মান্তর-জঙ্গি ট্রেনিং, কে এই তাজ মহম্মদ যাকে খুঁজছে পুলিশ ?

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টি এখন চলবে । বিশেষ করে উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ নীচের বাকি তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷

দক্ষিণবঙ্গের মতো উত্তরেও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই 5 জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ শুক্রবার কেবল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের । রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে ৷ তবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের সমস্ত জেলাতেই ৷

আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চা তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.5 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 83 শতাংশ ৷

আরও পড়ুন:- কিছু খেলেই পেটে গ্যাস হয়? হজমশক্তি উন্নত করতে এইসব খাবার খান।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন