Bangla News Dunia, Pallab : গ্রীষ্মের চূড়ান্ত পর্যায়ে যখন মানুষ খুঁজছে একফোঁটা স্বস্তি, তখনই আশার আলো হয়ে এল বর্ষার আগমন বার্তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগেই ঢুকছে ভারতের উপকূল অঞ্চলে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
চলুন দেখে নেওয়া যাক, কবে কোথায় থাকবে বৃষ্টি, কোথায় ভারী বৃষ্টির সতর্কতা, আর কোথায় গরমের মধ্যেই মিলবে কিছুটা স্বস্তি।
আগাম বর্ষার ইঙ্গিত, আন্দামানে ঢুকছে মৌসুমী বায়ু
আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, উত্তর বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে দুটি ঘূর্ণাবর্ত। যার প্রভাব পড়বে ভারতের দক্ষিণ-পূর্ব অঞ্চলে। আগামী ৪-৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ বর্ষা শুরু হয়ে যাবে আগেভাগেই।
কলকাতায় তীব্র গরম, তবে রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আজ, অর্থাৎ সোমবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। সকাল থেকেই তীব্র রোদ এবং অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত এই অস্বস্তিকর পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে।
তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
কোন কোন জেলায় হবে ঝড়-বৃষ্টি? দেখে নিন তালিকা
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের সম্ভাব্য বৃষ্টিপ্রবণ জেলা:
দিন | জেলাগুলি | পূর্বাভাস |
---|---|---|
সোমবার | উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া | বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি |
মঙ্গলবার | হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান | ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া |
বুধবার | কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ | বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি |
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সোমবার ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতেও আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তারিখ | জেলা | বৃষ্টির মাত্রা |
---|---|---|
সোমবার | আলিপুরদুয়ার, জলপাইগুড়ি | ২০০ মিমি পর্যন্ত |
মঙ্গলবার | দার্জিলিং, কালিম্পং, কোচবিহার | ৭০-১১০ মিমি |
বুধবার | উত্তরবঙ্গের প্রায় সব জেলা | বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি |