আজ থেকে হাওড়া-খড়গপুরে বাতিল ২১২ লোকাল ট্রেন ও ২৭ এক্সপ্রেস, দেখুন বাতিল ট্রেনের তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ ও নন-ইন্টারলকিং কাজের কারণে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর ডিভিশনে আজ, ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ব্যাপক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৯ দিনে বাতিল হচ্ছে ২১২টি লোকাল ট্রেন ও ২৭টি এক্সপ্রেস ট্রেন। পরিবর্তন হয়েছে আরও ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং সংক্ষিপ্ত করা হয়েছে ২৪টি ট্রেনের যাত্রাপথ।

রেল কর্তৃপক্ষের দাবি, কাজটি অত্যন্ত জরুরি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হলেও, যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। তবে তাতে কতটা সুরাহা হবে, তা নিয়ে সন্দিহান নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা।

সবচেয়ে বেশি ট্রেন বাতিল হবে ১৭ মে, সেদিন ৫৮টি লোকাল ট্রেন চলবে না। এছাড়া ৩ মে (২১টি), ৭ মে (১৯টি), ১১ মে (৩৬টি), ও ১৮ মে (৩২টি) ট্রেন বাতিল থাকবে। ১২ থেকে ১৪ মে পর্যন্ত পরিষেবা কিছুটা স্বাভাবিক থাকবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন