Bangla News Dunia, Pallab : স্মার্ট ফোন আমাদের জীবনের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত। সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত আমাদের নিত্যদিনের সঙ্গী এই স্মার্টফোন (Smartphone)। তবে কেউ এক হাতে, কেউ বা কানে চেপে ধরে, আবার কেউ দু’হাতে একসঙ্গে স্মার্টফোন স্ক্রল করে থাকে। তবে আপনি কি জানেন, এই অভ্যাসই আপনাকে বলে দেয়, আপনি মানুষ হিসেবে কেমন।
আরও পড়ুন : ট্রেনে তত্কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?
এক হাতে ফোন ধরে স্ক্রল করা
যারা এক হাতে ফোন ধরে স্ক্রল করে, তারা নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে করে। তবে মনে গভীর কোনও নিরাপত্তাজনিত ক্ষোভ লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, অন্যের মতামতে এরা গুরুত্ব দেয় ঠিকই, তবে তা প্রকাশ করতে পছন্দ করে না। এমনকি নিজের প্রতি বিশ্বাস থাকলেও মাঝে মাঝে অন্যের মনের কথা শোনে এরা। আর এই অভ্যাস যাদের রয়েছে, তারা সাধারণত বাস্তববাদী হয়। তবে আবেগ লুকিয়ে রাখতে ভালোবাসে।
এক হাতে ফোন ধরে অন্য হাতে স্ক্রল করা
যারা এইভাবে ফোন ব্যবহার করে, তাদের চেহারায় গোছানো এবং প্রফেশনাল ভাব থাকলেও, ভিতরে কিছু দ্বিধা থেকে যেতে পারে। হ্যাঁ, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে এতটাই বিশ্লেষণ করে যে, নিজেই ক্লান্ত হয়ে ওঠে। আর এই মানুষরা সাধারণত সংবেদনশীল হয়। তবে আবেগ প্রকাশ করার কোনও স্বভাব থাকে না। এমনকি এরা বিশ্বাস করে, যত কম প্রকাশ, তত কম আঘাত।
দুই হাতে ফোন মুঠো করে ধরে দু’হাত দিয়ে স্ক্রল করা
এই ধরনের মানুষরা সব সময় সজাগ থাকে এবং কন্ট্রোলে থাকতে চায়। তবে মনের ভেতরে কিছু ভয় কাজ করে, যা কাউকে বলতে পারে না। রাগ বা আবেগ নিয়ন্ত্রণ করতে গিয়ে হঠাৎ মাঝেমধ্যে নিজেকেই হারিয়ে ফেলে। এমনকি নতুন জিনিসে আগ্রহ থাকলে অভিজ্ঞতা অর্জন করতে পিছিয়ে যায়। আর নিজেকে নিরাপদে রাখতে গিয়ে মাঝেমধ্যেই জীবনে কোনও কিছু মিস করে ফেলে।
কাঁধ এবং গলার মাঝে ফোন চেপে ধরা
যারা কাঁধ বা গলার মাঝে চেপে ধরে ফোনে কথা বলে, তারা খুব ব্যস্ত, এমনকি প্রচন্ড ব্যস্ত। হ্যাঁ, সেই ব্যস্ততার মাঝেও ভালবাসা বা যত্ন খুঁজে চলে। মানুষকে এরা বলে থাকে, আমি ভালো আছি। তবে সেই হাসির আড়ালে ক্লান্তিও লুকিয়ে থাকে। আর এরা এমন মানুষ, যে সব কিছু একা সামলাতে পারে।
আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !