Bangla News Dunia, Pallab : নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য সোমবার হোয়াইট হাউসে পৌঁছেছেন নেতানিয়াহু। গাজায় ইজরায়েলের সামরিক অভিযান এবং হামাসের হাতে বন্দি ইজরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে তাঁদের হোয়াইট হাউসে বৈঠক হয়েছে।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে উদ্যোগের জন্য ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বের কথা তুলে ধরেন। ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আপনি (ট্রাম্প) একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।’
এরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী জানান, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন। নেতানিয়াহু ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আমি জানাতে চাই, নোবেল পুরস্কার কমিটিতে আমি চিঠিটি পাঠিয়েছি। এটি শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন।আপনি এর যোগ্য। অবশ্যই আপনার পাওয়া উচিত।’ হোয়াইট হাউসের বৈঠকে মনোনয়ন সংক্রান্ত চিঠি ট্রাম্পের হাতে তুলে দেন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘আপনার এই সমর্থন খুবই অর্থবহ। এজন্য অনেক ধন্যবাদ।’
অন্যদিকে, সোমবার ব্লেয়ার হাউসে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।