আবহাওয়ার ‘মেজাজ’ গরম ! কি বলছে হাওয়া অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আবহাওয়ার ‘মেজাজ’ গরম, আর তা নতুন বছরের প্রথম দুই মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে। উষ্ণতম জানুয়ারির পরে, উষ্ণতম ফেব্রুয়ারি। মার্চ-বসন্তের হালকা আমেজ মাখা আবহাওয়া উপহার দেবে তার নিশ্চয়তা আলিপুর আবহাওয়া দফতর দিতে পারছে না। কারণ, আবহাওয়া চলতি মাসের প্রথম দিন থেকেই চালিয়ে খেলছে। ফলে ভ্যাপসা গরম হয়তো অনুভূত না-হলেও শুষ্ক গরমের প্রিলিউড বাজছে। যা হয়তো আসন্ন চৈত্র-বৈশাখের জন্য অশনি সংকেত।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

গত বছর প্রচণ্ড গরমের দাপটে পঞ্চাশ বছরের নজির ভেঙেছিল। প্রশান্ত মহাসাগরের উপরিতলের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। এই অবস্থাকে আবহাওয়া বিজ্ঞানে ‘লা নিনা’ বলে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। বৃষ্টির পরিমাণ বেশি থাকে। কিন্তু গত দু’মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং বৃষ্টিপাত সেভাবে হয়নি, যা সাধারণত হয় না। এর ফলে মার্চ মাসেও বৃষ্টিপাতের ঘাটতি হবে এবং পারদ চড়বে। যার প্রভাব পড়বে বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলছেন, লা নিনা পরিস্থিতির জন্য যে বৃষ্টিপাত আশা করা হয়েছিল তার তুলনায় কম হয়েছে। বৃষ্টি হবে না সেটাও বলা যাচ্ছে না। তবে যে ইঙ্গিত মিলছে তাতে পারদ চড়বে বলেই মনে হচ্ছে। আবার বদলেও যেতে পারে পরিস্থিতি ৷

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন