আবার গণধর্ষণ বঙ্গে, এবার বাপের বাড়ি যাওয়ার পথে নির্যাতিতা বধূ !

By Bangla News Dunia Dinesh

Published on:

rape

Bangla News Dunia, দীনেশ :- কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণ বঙ্গে। এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক বধূকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত যুবকের নাম দুলাল শেখ এবং বজরুল শেখ। ধৃত দু’জনেই কাটোয়া থানার করুই নতুনগ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুই ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে সাত দিনের জন্য নিজেদের হেপাজতে নিতে চেয়ে আবেদন জানায় পুলিশ। বিচারক ধৃতদের ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। গোপন জবানবন্দি পেশের জন্য এদিন নির্যাতিতাকে হাজির করা হয় আদালতে।

আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর নির্যাতিতা বধূ কাটোয়া থানা এলাকার বাসিন্দা। ঘটনার বিবরণে পুলিশকে তিনি জানিয়েছেন যে, তাঁর স্বামীর নামে একটি মামলা চলছিল। সেই মামলার নিস্পত্তির জন্য বুধবার তিনি ও তাঁর স্বামী কাটোয়া আদালতে যান। কাটোয়া আদালতে কাজ মিটিয়ে বাড়ি ফেরার জন্য মহিলা ও তাঁর স্বামী কাটোয়া বাসস্ট্যাণ্ড থেকে বাসে চাপেন। বাপের বাড়ি যাওয়ার জন্য বধূ সন্ধ্যা নাগাদ কৈথন বাসস্ট্যাণ্ডে নামেন। সেখান থেকে টোটো ধরে মহিলা বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। টোটো থেকে নামার পর তাঁর স্বামী তাঁকে খানিকটা পথ এগিয়ে দেন। নির্যাতিতা মহিলার অভিযোগ, এরপর তিনি একাই হেঁটে বাপের বাড়ি দিকে যাচ্ছিলেন। তখন রাত প্রায় সাড়ে আটটা, পথে একটা পোল্ট্রি ফার্মের কাছে নির্জন জায়গায় তাঁর পথ আটকায় দুলাল শেখ এবং বজরুল শেখ। এরপর দুলাল ও বজরুল জোর করে তাঁকে মাঠের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই মহিলা। পুলিশকে তিনি আরও জানিয়েছেন যে, নির্যাতিত হওয়ার পর অসুস্থ অবস্থায় সেখানেই তিনি পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। এরপর কোনওক্রমে বাড়ি ফিরে মহিলা তাঁর পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানান। পরিবারের সদস্যদের কথা মতো রাতেই তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন

আরও পড়ুন:- রেলের নতুন সুপারঅ্যাপ RailOne ডাউনলোড করলে পাবেন টিকিটে ছাড়, কীভাবে ডাউনলোড করবেন, জানুন এখনই।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন