আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চিনা পণ্যের ওপরে শুল্ক চাপানো নিয়ে হবে আমেরিকাকে যুদ্ধের হুঁশিয়ারি দিল বেজিং। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ২ এপ্রিল থেকে ভারত ছাড়াও চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলির ওপর পাল্টা শুল্ক চাপানো হবে। আর তারপরেই বিরাট ক্ষুব্ধ চিন। তারা পাল্টা জানিয়েছে যে আমেরিকা যদি যুদ্ধ করতে চায়, তবে তারাও তৈরি। চিন বলেছে, যদি আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করতে চায়, তাহলে তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। X-তে একটি পোস্টে চিনের বিদেশ মন্ত্রক বলেছে যে চিনা আমদানির ওপর শুল্ক বাড়ানোর জন্য ফেন্টানাইলকে একটি তুচ্ছ অজুহাত হিসেবে ব্যবহার করছে আমেরিকা। বেজিং বলেছে, ‘যদি আমেরিকা যুদ্ধই চায়, তবে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য কোনও ধরনের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।’

মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণ ট্রাম্প অভিযোগ করেন যে  ফেন্টানাইল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের রফতানি বন্ধ করতে পারেনি চিন। তাঁর আরও অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ওপিওয়েড ওভারডোজ মৃত্যুর জন্য দায়ী এই ড্রাগ। যদিও পাল্টা চিন বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল সংকট তাদের নিজস্ব কারণে ঘটেছে। চিনের বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমাদের চেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে, চিনের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে আমেরিকা এবং শুল্ক বৃদ্ধির মাধ্যমে চিনকে চাপে রাখা এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তারা তাদের সাহায্য করার জন্য আমাদের শাস্তি দিচ্ছে।’

আরও পড়ুন:- হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত? তালিকাটা দেখে নিন…

ট্রাম্প প্রশাসনের প্রতি কঠোর সমালোচনা করে চিন বলেছে যে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার কৌশলগুলি তাদের উপর প্রভাব ফেলবে না। বেজিং বলেছে যে ফেন্টানাইল সমস্যা সমাধানের পথ হল সবাইকে সমান হিসাবে বিবেচনা করা। চিনা বিদেশ মন্ত্রকের কথায়, ‘ভয় দেখিয়ে আমাদের কিছু করা যাবে না। হুমকি আমাদের ওপর কাজ করে না। চাপ, বলপ্রয়োগ বা হুমকি চিনের সঙ্গে মোকাবিলা করার সঠিক উপায় নয়। যে চিনের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে সে ভুল লোককে বেছে নিচ্ছে এবং ভুল হিসাব করছে।’

মার্কিন কংগ্রেসে দেওয়া তাঁর প্রথম ভাষণে ট্রাম্প ঘোষণা করেছেন যে চিন ও ভারতের মতো দেশগুলির উপর পারস্পরিক শুল্ক আরোপ ২ এপ্রিল থেকে শুরু হবে। আমেরিকা ইতিমধ্যেই সমস্ত চিনা আমদানির ওপর শুল্ক ১০% থেকে দ্বিগুণ করে ২০% করেছে। ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় সর্বাত্মক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন পদক্ষেপের দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে গম, ভুট্টা এবং তুলোর মতো আমেরিকান কৃষি ও খাদ্য পণ্যের উপর ১০%-১৫% পর্যন্ত শুল্ক আরোপ করার কথা জানিয়েছে বেজিং। এছাড়াও, চিনের বাণিজ্য মন্ত্রক নিরাপত্তার কারণে ২৫টি আমেরিকান কোম্পানির উপর রফতানি ও বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন