আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৪ ভারতীয়ের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ছুটি কাটাতে আমেরিকায় গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ ভারতীয়ের। তাঁরা একই পরিবারের সদস্য। গ্রিন কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের বাসিন্দা তেজস্বিনী ও ভেঙ্কট গত সপ্তাহে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে আমেরিকায় তাঁদের আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন। সোমবার ডালাসে তাঁদের গাড়ির সঙ্গে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই ছোট গাড়িটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

দুর্ঘটনায় দুই শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। অভিযোগ, মিনি ট্রাকটি ভুল দিক দিয়ে যাচ্ছিল। তার জেরেই এই সংঘর্ষ। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়িটি। দেহাবশেষ উদ্ধার করে ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন