আমেরিকার রক্তচাপ বাড়িয়ে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ভারতের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শীঘ্রই বদলাতে চলেছে ভারতীয় সেনার ব্যবহৃত সোভিয়েত যুগের টি-৭২ (অজেয়) ট্যাংকের খোলনলচে। গত ৫ বছর আগেই টি-৭২ (অজেয়) ট্যাংকে ত্রুটি ধরা পড়েছিল। এবার সেগুলিকে মেরামত করে ফের রণভূমিতে নামাতে মরিয়া ভারত। ত্রুটি সারিয়ে সোভিয়েত যুগের টি-৭২ (অজেয়) ট্যাংকের খোলনলচে বদলাতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়নে নির্মিত টি-৭২ ট্যাংক ভারতীয় সেনার আর্মার্ড ডিভিশনগুলি ব্যবহার করছে প্রায় সাড়ে চার দশক ধরে। ২০২০ সালে লাদাখে গালওয়ান পরিস্থিতির সময় সেনার ট্যাংক শক্তিতে ঘাটতি ধরা পড়ায় নতুন করে চিন্তাভাবনা শুরু হয়। এই ট্যাংক গুলির ইঞ্জিন ৭৮০ অশ্বক্ষমতা সম্পন্ন। এবার সেই ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৭৮০ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের বদলে টি-৭২ ট্যাংকে বসবে ১০০০ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। এরজন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে ২ কোটি ৪৮ লক্ষ ডলারের।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসাবে রুশ সংস্থা রোসোবোরেনেক্সপোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ইঞ্জিন নির্মাণ হবে ভারতে। সহযোগী হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘আর্মার্ড ভেহিকল্‌স নিগম লিমিটেড’। চেন্নাইয়ের ‘হেভি ভেহিকল্‌স ফ্যাক্টরি’তে হবে নতুন ইঞ্জিনের নির্মাণ।

আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন