আসরে Ins Vikrant, করাচি বন্দরে হামলা ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশআকাশ ও মাটিতে আঘাত ও প্রত্যাঘাত চলছিলই। এবার জলপথেও পাকিস্তানকে লক্ষ্য করে হামলা শুরু হল। আরব সাগরে মোতায়েন থাকা আইএনএস বিক্রান্ত থেকে সরাসরি হামলা চালানো হয় করাচিতে।

আরও পড়ুন : ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে মৃত পাকিস্তানি নাগরিক

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ জন নিরপরাধ পর্যটকের মৃত্যুর পরই ভারত প্রত্যাঘাতের কথা ঘোষণা করে দেয়। সেই মতো গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তা ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় সবকটি জঙ্গি শিবির। মৃত্যু হয় অন্তত ১০০ জনের। এরপর থেকে প্রতিশোধের আগুনে ফুসছিল পাকিস্তান। বুধবার রাতে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু সেই হামলা ফলপ্রসূত হয়নি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা নিষ্ক্রিয় করে দেয়। পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ বেশ কয়েকটি শহরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়।

আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন

কিন্তু তারপরও চুপ থাকেনি পাকিস্তান। বৃহস্পতিবার রাত নটার পর অ্যাকশন শুরু করে তারা। ভারতের একাধিক শহরে হামলা চালানো শুরু করে। যদিও সবকটি হামলাই প্রতিহত করে ভারতীয় সেনা। সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট হয়ে যায় জম্মু-কাশ্মীর সহ পাঞ্জাব লুধিয়ানা একাধিক জায়গা। ধর্মশালায় বন্ধ হয়ে যায় আইপিএল খেলা। এরপর আর কালক্ষেপ করেনি ভারত। পালটা হামলা শুরু হয় লাহোল, ইসলামাবাদ করাচিতে। আকাশপথের পাশাপাশি জলপথেও হামলা শুরু হয়। শোনা গেযে আইএনএস বিক্রান্তের থেকে ৮ থেকে ১০ টি মিসাইল ছোড়া হয়েছে যার জেরে প্রায় বিধ্বস্ত হয়ে গিয়েছে করাচি ও সংলগ্ন এলাকা।

আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন