Bangla News Dunia, Pallab : জাপান, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া সহ ১৪টি দেশের পণ্যে নয়া হারে শুল্ক আরোপ করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতীয় সময় সোমবার রাতে ওই দেশগুলিকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকেও চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ১ অগাস্ট থেকে আমেরিকার বাজারে যে কোনও বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটা বাংলাদেশের কাছে সামান্য স্বস্তির বলা যেতে পারে। কারণ গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই তুলনায় শুল্কের হার ২ শতাংশ কমানো হয়েছে।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
এদিকে, আমেরিকার সঙ্গে ভারতের অন্তবর্তী বাণিজ্য চুক্তি এখনও ঝুলে রয়েছে। এর আগে শোনা গিয়েছিল ৮ জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। কেন্দ্রের একটি বিশেষ প্রতিনিধিদল এবিষয়ে আলোচনার জন্য মার্কিন মুলুকে গেলেও আলোচনা চূড়ান্ত হয়নি। তার মধ্যেই বাংলাদেশ সহ অন্যদেশগুলির উপর নয়া হারে শুল্ক চাপালেন ট্রাম্প। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে এখনও আলোচনা চলছে। দ্রুত তা স্বাক্ষর হতে পারে। ট্রাম্পের কথায়, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছি, চিনের সঙ্গে চুক্তি করেছি, ভারতের সঙ্গে চুক্তির কাছাকাছি।’
লাওসের পণ্যে ৪০ শতাংশ, মায়ানমার ৪০, থাইল্যান্ড ৩৬, কম্বোডিয়া ৩৬, বাংলাদেশ ৩৫, সার্বিয়া ৩৫, ইন্দোনেশিয়া ৩২, দক্ষিণ আফ্রিকা ৩০, বসনিয়া ও হার্জেগোভিনা ৩০, মালয়েশিয়া, তিউনিশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ এবং কাজাখস্তানের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প।
জাপান ও মালয়েশিয়ার পণ্যে এর আগে ২৪ শতাংশ শুল্কের ঘোষণা করেছিলেন তিনি। সোমবার দুই দেশের ক্ষেত্রেই তা এক শতাংশ করে বাড়ানা হয়েছে। ১ অগাস্ট থেকে দেশগুলির পণ্যে নয়া হারে শুল্ক নেবে আমেরিকা। তবে বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন হারে শুল্ক চাপালেও, ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি এখন কবে হয়, আপাতত সেদিকে নজর বাণিজ্যমহলের।