ইন্টারভিউর মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের যে সকল প্রার্থীরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ। বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সমস্ত মহিলা ও পুরুষ প্রার্থীদের আগামী ২০ ই মার্চ এর মধ্যে আবেদন পত্র জমা করতে বলছে। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি যেনে নিন নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ বিষয়।

BSK Recruitment 2025: বিবরণ

  • নিয়োগ সংস্থা – বাংলা সহায়তা কেন্দ্র (BSK)
  • পোস্টের নাম – সিনিয়ার সফটওয়ার পার্সোনেল (এসএসপি)
  • শূন্যপদের সংখ্যা – এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে
  • মাসিক বেতন – BSK এর নিয়ম অনুযায়ী
  • চাকরির ধরন – সরকারি
  • আবেদন মোড – অনলাইন

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: যে সকল চাকরী বাংলা সহায়তা কেন্দ্র (BSK) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদে আবেদন করতে চান, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MCA/M.Tech/B.Tech ডিগ্রী অর্জন করতে হবে।

আরও পড়ুন:- ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে LPG পেতে কীভাবে আবেদন করবেন? জেনে নিন

বয়স সীমা: সর্বোচ্চ ৫৫

কিভাবে আবেদন করবেন

বাংলা সহায়তা কেন্দ্র (BSK) নিয়োগ ২০২৫ এর সিনিয়ার সফটওয়ার পার্সোনেল (SSP) পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করতে হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

 

অফিসিয়াল ওয়েবসাইট খুলুন: প্রথমে বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

নিবন্ধন করুন: তারপর প্রথমে নিজেদের নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

লগইন করুন: সফল ভাবে নিবন্ধনের পর, প্রাপ্ত লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করুন।

আবেদন ফর্ম পূরণ করুন: এরপর নির্ধারিত আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।

নথি আপলোড করুন: সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।

আবেদন ফর্ম জমা দিন: সমস্ত তথ্য ঠিকঠাক ভাবে দিয়ে সাবমিট করুন এবং আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য।

আবেদনের তারিখ: অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু – ০৩/০৩/২০২৫ তারিখে। অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ২০/০৩/২০২৫ তারিখে।

কিভাবে নির্বাচন করা হবে

এই পদে চাকরী পাবার জন্য প্রার্থীদের কেবল মাত্র ইন্টারভিউ পাশ করতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট ww.bsk.wb.gov.inw

 

আরও পড়ুন:- সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন