ইসিএল দিচ্ছে দারুন সুযোগ! চাকরি না-করেও মাসে পাবেন 44 হাজার বেতন। কিভাবে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার চাকরি না-করেই ইসিএল থেকে প্রতি মাসে বেতন পেতে পারেন জমিদাতারা ৷ তাও আবার টানা 45 বছর ধরে ৷ শুধু তাই নয়, যদি কেউ চাকরি বা এই মাসিক বেতন না-নিতে চান, তাহলে নিয়ম অনুযায়ী ওই জমিদাতা কোটিপতিও হতে পারেন ৷ কোল ইন্ডিয়ার অন্তর্গত যে সমস্ত কয়লা উত্তোলনকারী সংস্থা রয়েছে, তাদের মধ্যে প্রথমবার এরকম একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল ৷

ইসিএলের সিএমডি সতীশ ঝা এক সাংবাদিক বৈঠকে বলেন, “সম্প্রতি কলকাতায় ইসিএলের 350তম বৈঠক ছিল ৷ সেখানেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷” এ নিয়ে বিস্তারিত তথ্যও দিয়েছেন ইসিএলের এই আধিকারিক ৷ তিনি বলেন, “খনির জন্য জমি অধিগ্রহণ করা হলে, এতদিন নিয়ম ছিল, প্রতি দুই একর জমির বদলে জমিদাতাকে একটি চাকরি দেওয়া হবে ৷ কোল ইন্ডিয়া এবং তার আনুষঙ্গিক কোম্পানিগুলি জমির বদলে এই চাকরি প্রদান করে ৷ কিন্তু, কখনও-কখনও অতিরিক্ত চাকরি দেওয়া আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় ৷ সেক্ষেত্রে চাকরি দেওয়ার নিয়ম চালু রেখেই, বিকল্প ব্যবস্থা আনা হল ৷”

কী সেই বিকল্প সুযোগ ?

ইসিএলএ সিএমডি সতীশ ঝা বলেন, “এখন থেকে জমিদাতারা যদি চাকরি না-নিয়ে এককালীন অর্থ নিতে চান, সেক্ষেত্রে তাঁরা কোটিপতি হতে পারেন ৷ জমির দাম অনুযায়ী এই টাকা দেওয়া হবে ৷ সর্বনিম্ন 89 লক্ষ টাকা এবং সর্বাধিক 1 কোটি 20 লক্ষ টাকা জমিদাতাদের এককালীন দেওয়া হবে প্রতি দু’একর জমির জন্য ৷”

চাকরি না-করেও রয়েছে মাসিক বেতনের সুবিধে

সিএমডি সতীশ ঝা দ্বিতীয় সুযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, “কেউ যদি এককালীন অর্থ না-নেন, তাহলে তাঁকে প্রতিমাসে দুই একর জমির জন্য 44 হাজার টাকা দেওয়া হবে ৷ এর জন্য কোনও চাকরি করতে হবে না ৷ এই টাকা টানা 45 বছর ধরে দেওয়া হবে ৷ এক্ষেত্রে যাঁর নামে জমি তিনি মারা গেলে, তাঁর স্ত্রী বা স্বামী সেই টাকা পেতে থাকবেন 45 বছর ধরে ৷ এমনকি মাসিক বেতনের ক্ষেত্রে প্রতি বছরে 1 শতাংশ করে টাকা বৃদ্ধি করা হবে ৷ যা শেষ বছরে গিয়ে 68 হাজার টাকা দাঁড়াবে ৷

আরও পড়ুন:- GST নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কমবে পোশাক, ইলেকট্রনিক্স সহ অনেক জিনিসের দাম

এতে কী সুবিধে হবে ?

অনেক ক্ষেত্রেই দেখা যায়, যাদের জমি ইসিএল অধিগ্রহণ করেছে, চাকরির নিয়ম অনুযায়ী তাঁদের দুই একর জমি হচ্ছে না ৷ এমনও হয়, কারও কিছু অংশ জমি অধিগৃহীত হয়েছে ৷ কিন্তু, চাকরি পাওয়ার ক্ষেত্রে দুই একর জমি জোগাড় করতে হিমশিম খেতে হয় ওই ব্যক্তিকে ৷ ইসিএলের ক্ষেত্রেও অসুবিধা যেটা হয়, তা হল সেই জমি তারা অধিগ্রহণ করতে পারে না ৷

 

এই বিকল্প ব্যবস্থার ফলে জমির পরিমাণ অনুযায়ী, এককালীন কিংবা মাসিক টাকা নেওয়ার সুযোগ পাবেন জমিদাতারা ৷ অন্যদিকে, অনেকক্ষেত্রে পরিবারে সম্পত্তির ক্ষেত্রে একটি জমির একাধিক দাবিদার থাকে ৷ সেক্ষেত্রে চাকরির দাবিদারও একাধিক হয় ৷ ফলে সেই জমি অধিগ্রহণ আটকে যায় পারিবারিক জটিলতায় ৷ এবার এমন কোনও বিষয় হলে, সংশ্লিষ্ট জমির জন্য জমিদাতারা টাকা নিয়ে, তা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে পারবেন ৷

উচ্চশিক্ষিত জমিদাতারা নিতে পারেন এই বিকল্প সুযোগ

ইসিএলের জেনারেল ম্যানেজার (এলআর) পার্থসখা দে বলেন, “কোল ইন্ডিয়াতে প্রথম এই প্রকল্প চালু করা হচ্ছে ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘সমৃদ্ধির পথে, ইসিএলের সাথে’ ৷ এই প্রকল্পে এককালীন টাকা কিংবা মাসিক অর্থ নিতে পারেন ৷ আগে যেমন দু’একর জমিতে একটি চাকরি ছিল ৷ সেই সুযোগ থাকছেই ৷ যাঁরা চাকরি নেবেন না, তাঁদের জন্য এই বিকল্প ব্যবস্থা থাকছে ৷”

তিনি আরও বলেন, “অনেকক্ষেত্রেই জমির বদলে যাঁরা চাকরি পাচ্ছেন, তাঁদের অধিকাংশের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি থাকে ৷ কিন্তু, তাঁদেরকে নিয়ম অনুযায়ী চাকরিতে প্রথমে সহায়ক হিসেবেই নিযুক্ত করতে পারি ৷ এক্ষেত্রে তাঁরা এই সুযোগ নিতে পারবেন ৷ অন্যত্র চাকরি করেও, এই টাকা অর্জন করতে পারবেন জমিদাতারা ৷ এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই টাকা ব্যবহার করতে পারবেন জমিদাতারা ৷ সেই জন্যই এই বিকল্প পথ নিয়ে আসা হয়েছে ৷”

আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন