উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল এই দিন ? রেজাল্ট কীভাবে দেখবেন ? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : এবার রাজ্যে একের পর এক ফলাফল প্রকাশ নিয়ে বিরাট আপডেট আসতে শুরু করেছে। আমরা সকলে জানি প্রায় বেশ কিছুদিন ধরে মাধ্যমিক পড়ুয়ারা তাদের পরীক্ষার ফলাফলের আশায় বসে রয়েছে, শুধু তাই নয় তাদের পাশাপাশি উচ্চমাধ্যমিক পড়ুয়ারাও ফলাফলের আশায় বসে রয়েছেন। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনক্ষণ ধার্য করা হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে এ নিয়ে নেট দুনিয়ার দিকে তাকিয়ে রয়েছে উচ্চ মাধ্যমিক পড়ুয়া এবং অভিভাবকগণ। আজকের প্রতিবেদনে সেই ফলাফল প্রকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ :

গত কয়েকদিন আগে মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রেস কনফারেন্স করে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ নির্ধারিত করে দেয়। জানাযায়ী মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনক্ষণ হিসেবে ২ মে ধার্য করা হয়েছে। সকাল থেকেই প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন। এর জন্য অবশ্যই প্রার্থীদের যেতে হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটি অর্থ বা অন্যান্য রেজাল্ট প্রকাশের ওয়েবসাইটে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দীর্ঘদিন :

এবার সকলের মনে প্রশ্ন হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে কিন্তু উচ্চমাধ্যমিক ফলাফল প্রকাশ কখন তা নিয়ে পড়ুয়া এবং অভিভাবকগণ অপেক্ষায় রয়েছেন। আমরা সকলে জানি মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে এবং সেই পরীক্ষা সমাপ্ত হওয়ায় ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে। প্রায় ১২ দিন ধরে এ পরীক্ষা চলে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ৩ মার্চ থেকে এবং তা চলে ১৮ই মার্চ পর্যন্ত। অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষা শেষের তারিখ গণনা করে দেখলে দেখা যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন এর ফারাক প্রায় এক মাস।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন