উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান ! মিলবে লাখ লাখ টাকার চাকরি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : এখনকার দিনে সবাই নিজেদেরকে ক্যারিয়ার নিয়ে চিন্তিত। তাই কোর্স (Top Courses) করে চাকরিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। অভিভাবকেরাও চাইছেন তাঁদের ছেলেমেয়েরা এমন ফিল্ডে পড়াশোনা করুক যেখানে চাকরি আসার সম্ভাবনা বেশি। তাই যদি আপনার সন্তান উচ্চমাধ্যমিক পাশ করে থাকে, তাহলে নিম্নলিখিত কোর্সগুলিতে পড়ে নিজেদের ভবিষ্যৎকে মজবুত করে চাকরির জগতে যুক্ত হতে পারেন।

আরও পড়ুন : ট্রেনে তত্‍কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?

Top Courses For H.S Pass Students

চাকরির বাজারে বর্তমানে কি রকম প্রতিযোগিতা সে তো আর আলাদা করে বলার নয়। তাই যেই পথে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই পথেই পড়াশোনা (Education) করা ভালো। ছাত্র-ছাত্রীদের কাছে আগে ক্যারিয়ার (Career) চয়েস বলতে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ও শিক্ষকতাই ছিল বেশির ভাগ ক্ষেত্রে। কিন্তু বর্তমানে অসংখ্য কোর্স করানো হয় যেগুলিতে পাঠ নিলে মোটা অংকের বেতনের চাকরি পাওয়া সম্ভব হয়। এরকমই পাঁচটি কোর্স সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।

এই ৫টি কোর্স করলেই মোটা মাইনের চাকরি!

১) B.Sc. Biotechnology

এই কোর্সটি বিশেষ করে PCB ছাত্রছাত্রীদের জন্য আদর্শ। এই কোর্স চিকিৎসা, পরিবেশে উদ্ভাবন, কৃষির উপর নির্ভর করে পড়াশোনা করানো হয়। আপনি এই কোর্স করে বিভিন্ন দিকে কেরিয়ার গড়তে পারেন যেমন বায়োটেক গবেষক, ফার্মা বিজ্ঞানী ইত্যাদি।

২) B.Sc. Data Science

আজকালকার দিনের জন্য ডেটা সায়েন্স অত্যন্ত কার্যকরী একটি কোর্স। আজকের যুগে এটি দ্রুত বিকাশমান ক্ষেত্র। প্রচুর মানুষ এই কোর্স করে বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনের চাকরি পাচ্ছেন। এই কোর্সে শেখানো হয় ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং ও প্রোগ্রামিং। এই কোর্স করার পর, আপনি নিজের কেরিয়ার তৈরি করতে পারেন একজন ডেটা বিশ্লেষক বা ডেটা সায়েন্টিস্ট হিসাবে।

৩) Bachelor of Architecture

এবার যেই কোর্সটার কথা বলব সেটা সেই সকল শিক্ষার্থীদের জন্য ভালো যাদের সৃজনশীলতার দিকে আগ্রহ বেশি। আর্কিটেকচার কোর্স করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন এমন অনেকেই আছেন। উচ্চমাধ্যমিকের পর এই কোর্সটিও ভালো চয়েস।

৪) B.Tech. AI & ML

আলাদা করে বলার নেই যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান জগতে কতটা প্রভাব ফেলেছে এবং আগামী দিনেও AI এর যথেষ্ট উচ্চ চাহিদা থাকবে। তাই যদি আপনি B.Tech আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা মেশিন লার্নিং কোর্স করতে পারেন তাহলে সেটি ভবিষ্যতের উপর ভালো প্রভাব ফেলবে।

৫) B.Sc. Environmental Science

যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করলেন এবং সায়েন্স নিয়ে পড়েছিলেন, তাঁদের জন্য একটি ভালো কোর্স B.Sc. Environmental Science কোর্সটি। এই কোর্স নিয়ে পড়াশোনা করার পর, পরিবেশ উপদেষ্টা, গবেষক হওয়ার সুযোগ থাকে।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন