Bangla News Dunia, Pallab : প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার স্বপ্ন! তাহলে আজই ভর্তির জন্য আবেদন করুন D.El.Ed কোর্সে। উচ্চ মাধ্যমিক পাশে D.El.Ed কোর্সে ভর্তির ফর্ম ফিলাপ করতে পারবেন। চলতি বছর অর্থাৎ D.El.Ed 2025-27 শিক্ষাবর্ষে D.El.Ed কোর্সে ভর্তির ফর্ম ফিলাপ আজ থেকে শুরু হলো। যেখানে আপনি আপনার পছন্দের সরকারি কিংবা বেসরকারি কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন অনলাইনে।
আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ
West Bengal Board Of Primary Education এর তরফ থেকে ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনে দেখে নিন 2 বছরের D.El.Ed 2025-2027 কোর্সে কতদিন পর্যন্ত ভর্তির ফর্ম ফিলাপ চলবে, কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন ফি কত রয়েছে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
West Bengal D.El.Ed 2025-2025 Education Qualification
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, D.El.Ed কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার পেয়ে পাশ করলে আবেদনের যোগ্য। তবে যারা SC/ST/OBC/PwD/Ex-servicemen তাঁরা 45% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।
West Bengal D.El.Ed 2025-27 Age Limit
D.El.Ed 2025-27 শিক্ষাবর্ষে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, 01/07/2025 তারিখ অনুযায়ী 35 বছর বয়সের মধ্যে। যারা SC/ST তাঁরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন, অপরদিকে OBC প্রার্থীরা 38 বছর, PwD প্রার্থীরা 45 বছর এবং Ex-servicemen প্রার্থীরা 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
West Bengal D.El.Ed 2025-27 Documents Required
D.El.Ed 2025-2027 শিক্ষাবর্ষে আবেদনের জন্য যেসমস্ত নথি লাগবে, তা হলো –
১) পাসপোর্ট সাইজের কালার ফটো।
২) আবেদনকারীর সিগনেচার।
৩) জাতিগত শংসাপত্র / প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
৪) মাধ্যমিক এডমিট কার্ড।
৫) উচ্চ মাধ্যমিক মার্কশীট।
৬) Ex-servicemen প্রমান (যদি থাকে)।
West Bengal D.El.Ed 2025-2027 Application Fees
D.El.Ed 2025-27 Admission Fees রয়েছে, UR/ Ex-Servicemen/ In-Service Teacher/ Vocational প্রার্থীদের 1000 টাকা, SC/ST/PwD প্রার্থীদের 500 টাকা আর OBC প্রার্থীদের 750 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।