কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পোর্টালে দেখা গেল বড়সড় পরিবর্তন। এতদিন ধরে পোর্টালে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে OBC-A এবং OBC-B এই দুটি ভাগ দেখা যেত, যা এখন আর দৃশ্যমান নয়। এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এর পেছনের কারণ এবং ভবিষ্যৎ প্রভাব নিয়ে।
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
কী পরিবর্তন হয়েছে পোর্টালে?
পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এতদিন পর্যন্ত অনগ্রসর শ্রেণির তালিকা দুটি ভাগে বিভক্ত থাকত – OBC-A এবং OBC-B। এই দুটি ভাগের অধীনে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সব মিলিয়ে ১৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা ছিল। কিন্তু সম্প্রতি এই দুটি ভাগ পোর্টাল থেকে সম্পূর্ণভাবে উধাও করে দেওয়া হয়েছে। বর্তমানে পোর্টালে শুধুমাত্র “OBC” শব্দটি দেখা যাচ্ছে এবং সেখানে ২০১০ সালের আগের ৬৬টি জাতিগোষ্ঠীর তালিকা রয়েছে।
কেন এই পরিবর্তন?
এই পরিবর্তন এমন এক সময়ে ঘটল যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা। মনে করা হচ্ছে, এই শুনানির আগেই রাজ্য সরকার পোর্টালটিতে এই বদল এনেছে। এই পদক্ষেপটি আদালতের বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।