একগুচ্ছ পুরনো বলি ছবি ফের মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, দেখে নিন কোন ছবি কবে মুক্তি পাচ্ছে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউডে শুরু হয়েছে নয়া ট্রেন্ড। একের পর এক পুরনো ছবি ফের মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। শুধু মুক্তি পাচ্ছে বললে ভুল হবে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। প্রতি মাসেই কোনও না কোনও ছবি পুনরায় মুক্তি পাচ্ছে। দর্শকদের কাছ থেকেও ভাল সাড়া পাচ্ছেন তারা। ‘লায়লা মজনু’ এবং ‘সনম তেরি কসম’-র মতো অনেক ছবিই প্রথমবার মুক্তির পর সাফল্য পায়নি। কিন্তু এত বছর পর বড় পর্দায় ফের মুক্তি পাওয়ার পর একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দর্শকেরা ভালোবাসায় ভরাচ্ছে। ইতিমধ্যেই বক্স অফিসে বিপুল লক্ষ্মীলাভ করেছে এসব ছবি। ৭ থেকে ১৪ মার্চের মধ্যে, বেশ কিছু চর্চিত এবং সফল বলিউড ছবি আবার মুক্তি পাবে।

লুটেরা

রণবীর সিং এবং সোনাক্ষী সিনহা অভিনীত ছবি ‘লুটেরা’ ৭ মার্চ পুনরায় মুক্তি পাচ্ছে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই রোম্যান্টিক ড্রামা ছবিটি দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পায়নি। বাণিজ্যিক দিক থেকে ছবিটি ফ্লপ হয়েছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি সিনেমাটিক মাস্টারপিসের তকমা পেয়েছে। এখন বড় পর্দায় ছবিটি দেখার জন্য উচ্ছ্বসিত ভক্তরা।

নমস্তে লন্ডন

অনেকেই বহুদিন ধরেই অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের জুটিকে আবার পর্দায় দেখা ইচ্ছে প্রকাশ করছিলেন। দু’জনকেই ‘সূর্যবংশী’ ছবিতে শেষ দেখা গিয়েছিল। কিন্তু সেই ছবিটি ‘নমস্তে লন্ডন’-র মতো হয়নি। আগামী ১৪ মার্চ প্রেক্ষাগৃহে ফিরছে ‘নমস্তে লন্ডন’। ২০০৭ সালের এই ছবিতে অক্ষয় এবং ক্যাটরিনার রসায়ন দারুণ ছিল। ২৫ বছর পর পরিচালক বিপুল অমৃতলাল শাহের ছবিতে দু’জনকেই একসঙ্গে দেখা যাবে।

আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

ফ্যাশন

কঙ্গনা রানাউত এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ফ্যাশন’, মডেলদের জীবন ও সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি একটি ছবি, প্রেক্ষাগৃহে ফিরছে। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি দর্শক বেশ পছন্দ করেছিল। কঙ্গনার, এই ছবিতে কাজের জন্য প্রচুর প্রশংসা পেয়েছিলেন। আশা করা যায় যে, বক্স অফিসে দীর্ঘ খরার মুখোমুখি হওয়া কঙ্গনা, ‘ফ্যাশন’ পুনরায় মুক্তি পেলে আবারও সাফল্যের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। নারী দিবস উপলক্ষে নারীদের অভিবাদন জানাতে পরিচালক মধুর ভান্ডারকরের এই ছবিটি ৭ থেকে ১৩ মার্চের মধ্যে মুক্তি পেতে চলেছে।

ক্যুইন

কঙ্গনা রানাউতের আরও একটি হিট ছবি ‘ক্যুইন’ প্রেক্ষাগৃহে ফিরছে। এই ছবিতে অভিনয় করে কঙ্গনা  দর্শকদের মন জয় করেছেন। পরিচালক বিকাশ বহলের এই ছবিটিও মুক্তি পাবে নারী দিবস উপলক্ষে।

শাদি মে জরুর আনা

রাজকুমার রাও এবং কৃতি খারবান্দার ছবি ‘শাদি মে জারুর আনা’ ৭ মার্চ ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এটি ছবিটি, চলচ্চিত্র জগতে রাজকুমার রাওয়ের ১৫ বছর পূর্তিতে নির্মাতাদের  একটি উদযাপন। রত্না সিনহা পরিচালিত এই ছবির ‘মেরা ইন্তেকাম দেখেগি’ গানটি আজও জনপ্রিয়।

হাইওয়ে

আলিয়া ভাট এবং রণদীপ হুদার ছবি ‘হাইওয়ে’ মুক্তি পাচ্ছে নারী দিবস উপলক্ষে। পরিচালক ইমতিয়াজ আলির এই ছবিটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। তাই এটি আবার প্রেক্ষাগৃহে দেখার জন্য ভক্তদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘হেরা ফেরি’-র মতো ছবিগুলি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তির প্রচেষ্টা এখনও চলছে। এখনও পর্যন্ত ‘সনম তেরি কসম’, ‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘লায়লা মজনু’, ‘পদ্মাবত’, ‘করণ অর্জুন’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বরেলি কি বরফি’, ‘রকস্টার’ এবং ‘তুম্বাদ’-র মতো ছবি ফের মুক্তি পেয়েছে। এর মধ্যে সবগুলোই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সনম তেরি কসম’ সেসময় ফ্লপ হয়েছিল। কিন্তু পুনরায় মুক্তি পাওয়ার পর, এই ছবি ৫০ কোটি টাকা আয় করেছে। এটি এখন পর্যন্ত পুনরায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সর্বোচ্চ। একইভাবে ‘তুম্বাদ’ বিশ্বব্যাপী ৩৮ কোটি টাকার ব্যবসা করেছে। ‘লায়লা মজনু’ আয় করেছে প্রায় ১০ কোটি টাকা। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ফের মুক্তি পাওয়ার পর ২১ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন