এক কাপ চায়ের দাম ১৫ লাখ টাকা ! বিক্রি করলেন মদন মিত্র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার কথা বলেছিলেন মোদী। সেই ইস্যু নিয়ে এবার অভিনব প্রতিবাদে নামলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। এই নিয়ে রবিবাসরীয় দুপুরে চা বিক্রেতা হিসাবে মদন মিত্র দেখা গেল! এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। কালো পাঞ্জাবি, কালো টুপি পরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে ভবানীপুর এলাকায় চা বিক্রি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

avilo home

জ্বালানির মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি হয়েছে। তার জেরে নাভিশ্বাস উঠেছে দেশের সাধারন মানুষের। এই পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করছে তৃণমূল। তারই প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। মদন মিত্রের স্লোগান ছিল, ‘‌এক কাপ চা , দাম ১৫ লক্ষ টাকা। এই চা আমেরিকার প্রেসিডেন্টও খাওয়াতে পারেননি। এখন মোদীজি আমাদের খাওয়াচ্ছেন।’ এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা কেন বললেন মদন মিত্র?

আজ রবিবার ছুটির দিনে ভবানীপুরের রাস্তায় অনুগামীদের নিয়ে এসেছিলেন বিধায়ক মদন মিত্র। সব কিছুর মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই জমায়েত। যার প্রতি কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। কারণ চা বিক্রি করতে করতেই এদিন কামারহাটির বিধায়ক বলেন, ‘‌ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। ওখানে পালিত হবে বিজয় দিবস।

ওদিকে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে রাজনীতি থেকে সরে যেতে চেয়ে ফেসবুক পোস্ট করেছেন। এই বিষয়ে জিঞ্জাসা করা হলে মদন মিত্র বলেন, তাড়াতাড়ি আলবিদা কেন ? সুন্দর আকাশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন