এক চার্জেই চলবে ১৫৫ কিমি ! মাত্র ৩.৯৯ লাখ টাকায় বাজারে আসছে টাটা মিনি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাণিজ্যিক যানবাহনের জগতে ফের একবার চমক নিয়ে এল Tata Motors কোম্পানি। নতুনভাবে লঞ্চ করা হয়েছে TATA Ace Pro Mini Truck — যা কম দামে দুর্দান্ত পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ছোট ব্যবসায়ীদের জন্য একটি আদর্শ পছন্দ হতে চলেছে। মাত্র ₹৩.৯৯ লাখ (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ হওয়া এই মিনি ট্রাক ইতিমধ্যেই দেশের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন মডেলের সমস্ত স্পেসিফিকেশন, ফিচার, পারফরম্যান্স এবং মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা ! বাড়ছে টাকা, কবে একাউন্টে ঢুকবে ? দেখুন

TATA Ace Pro Mini Truck: কার জন্য উপযুক্ত?

বর্তমান সময়ে যারা ছোট-মাঝারি ব্যবসা পরিচালনা করছেন, বিশেষ করে ডেলিভারি, রিটেল, হোটেল, সবজি ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে, তাঁদের জন্য এই মডেল একেবারে উপযুক্ত হতে চলেছে। উচ্চ কার্যক্ষমতা, স্বল্প খরচে পরিচালনা এবং দীর্ঘ রেঞ্জ – এই তিনটি বৈশিষ্ট্য একত্রে পাওয়া যায় এই গাড়িটিতে।

শক্তিশালী ইঞ্জিন ও রেঞ্জ

এই মডেলটিতে রয়েছে নিন্মলিখিত ফিচারস:

  • 694cc CNG ইঞ্জিন
  • 38 BHP পাওয়ার এবং 104 Nm টর্ক
  • ইলেকট্রিক ভার্সনে 155 কিমি রেঞ্জ এক চার্জে যেতে পারে

শুধু তাই নয়, এটি CNG ও ইলেকট্রিক – উভয় ফুয়েল অপশনে উপলব্ধ হতে চলেছে। অর্থাৎ, আপনি নিজের ব্যবহারের উপর নির্ভর করে ফুয়েল টাইপ বেছে নিতে পারেন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন