Bangla News Dunia, Pallab : এবার ওষুধের উপরও শুল্ক চাপাতে চলেছে আমেরিকা (US Tariff)! মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, ওয়াশিংটন ওষুধ আমদানির উপর ‘বড়’ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এর জেরে শঙ্কার মেঘ দেখছে ভারতের (India) ওষুধ উৎপাদন শিল্প। কারণ আমেরিকাই ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রপ্তানির বাজার।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই শুল্ক আরোপের ফলে ওষুধ কোম্পানিগুলি তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তরিত করতে উৎসাহিত হবে।’ এর আগে শুল্কনীতির আওতা থেকে ওষুধ এবং সেমিকন্ডাক্টরকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন। তবে ফের ক্ষমতায় আসার পর এই দুইয়ের উপরও শুল্ক চাপাতে মরিয়া ট্রাম্প।
প্রসঙ্গত, আমেরিকাই ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রপ্তানির বাজার। ফলে ওয়াশিংটনের এই পদক্ষেপে ভারতের উপর এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে জেনেরিক ওষুধ রপ্তানিতে প্রথম সারিতে রয়েছে ভারত। বিশ্বের মোট জেনেরিক ওষুধের ২০ শতাংশ ভারত রপ্তানি করে। আমেরিকায় ব্যবহৃত বায়োসিমিলার ওষুধগুলিরও অন্তত ১৫ শতাংশ সরবরাহ করে ভারত।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন