Bangla News Dunia, Pallab : প্রচণ্ড গরমের দাপটে নাজেহাল সারা দেশ। ক্রমেই বাড়ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেশের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি স্কুলে গরমের ছুটি থাকবে টানা ৪৬ দিনেরও বেশি সময় ধরে। এই সিদ্ধান্তে যেমন শিশুদের জন্য কিছুটা স্বস্তি, তেমনই অভিভাবকরাও পাচ্ছেন পরিকল্পনা করার সময়।
আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন
গরমের ছুটির সরকারি সিদ্ধান্ত
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ছুটি দেওয়া হয়েছে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা ও ক্লান্তিজনিত সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
রাজ্যভিত্তিক গরমের ছুটির সময়সূচি (২০২৫)
রাজ্য | ছুটি শুরু | ছুটি শেষ | মোট দিন |
---|---|---|---|
পশ্চিমবঙ্গ | ২ জুন | ১৭ জুলাই | ৪৫ দিন |
মহারাষ্ট্র | ৩০ মে | ১৪ জুলাই | ৪৬ দিন |
কর্ণাটক | ৩০ মে | ১৪ জুলাই | ৪৬ দিন |
রাজস্থান | ৩১ মে | ১৫ জুলাই | ৪৬ দিন |
তামিলনাড়ু | ১ জুন | ১৬ জুলাই | ৪৬ দিন |
দিল্লি-এনসিআর | ১ জুন | ১৬ জুলাই | ৪৬ দিন |
বিহার | ১ জুন | ১৬ জুলাই | ৪৬ দিন |