Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অবশেষে ক্লার্কশিপ নিয়োগ ২০২৩-এর পার্ট-১ পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র (Final Answer Key) প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা অনেক দিন ধরেই এই চূড়ান্ত উত্তরপত্রের অপেক্ষায় ছিলেন, যা অবশেষে ১৯ মে ২০২৫ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
এই উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর তুলে ধরা হয়েছে এবং আগের প্রাথমিক উত্তরপত্রে যে আপত্তি উঠেছিল, তা পর্যালোচনার পর এই চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
কী কী তথ্য জানানো হয়েছে WBPSC-এর পক্ষ থেকে?
কমিশনের তরফে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীরা এবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চারটি আলাদা সেশনের চূড়ান্ত উত্তরপত্র (Session A, B, C, D) ডাউনলোড করতে পারবেন। এতে তারা সহজেই নিজেদের উত্তর মিলিয়ে দেখতে পারবেন এবং সম্ভাব্য স্কোর নির্ধারণ করতে পারবেন।
WBPSC Clerkship পরীক্ষার প্রাথমিক বিবরণ
বিভাগ | বিবরণ |
---|---|
পরীক্ষার নাম | WBPSC Clerkship Examination 2023 |
বিজ্ঞপ্তি নম্বর | 13/2023 |
পার্ট | Part-I |
পরীক্ষার ধরন | OMR ভিত্তিক MCQ প্রশ্ন |
সেশন | A, B, C, D |
উত্তরপত্র প্রকাশ | Final Answer Key: 19 মে 2025 |
অফিসিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !