Bangla News Dunia, Pallab : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) পুনরায় নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বর্তমানে যার অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ২০৬ টি। আবেদন সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ৩০ বছর। মাসিক বেতন খুব ভালো রয়েছে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
পদের নাম:
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
- • সিনিয়র সহকারী (সরকারি ভাষা) পদ।
- • সিনিয়র সহকারী (পরিচালন) পদ।
- • সিনিয়র সহকারী (ইলেকট্রনিক্স) পদ।
- • সিনিয়র সহকারী (অ্যাকাউন্টস) পদ।
- • জুনিয়র সহকারী (অগ্নিনির্বাপণ পরিষেবা) পদ।
শূন্য পদের সংখ্যা:
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২০৬ টি। এর মধ্যে সিনিয়র সহকারী (সরকারি ভাষা) পদে শূন্য পদের সংখ্যা ০২ টি। সিনিয়র সহকারী (পরিচালন) পদে শূন্য পদের সংখ্যা ০৪ টি। সিনিয়র সহকারী (ইলেকট্রনিক্স) পদে শূন্য পদের সংখ্যা ২১ টি। সিনিয়র সহকারী (হিসাব) পদে শূন্য পদের সংখ্যা ১১ টি। জুনিয়র সহকারী (অগ্নিনির্বাপণ পরিষেবা) পদে শূন্য পদের সংখ্যা ১৬৮ টি।
বয়স সীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সরকার নিয়ম অনুযায়ী SC/ST চাকরি প্রার্থীরা ০৫ বছরের বয়সের ছাড় পাবেন। OBC চাকরি প্রার্থীরা ০৩ বছরের বয়সের ছাড় পাবেন এবং Pwbd চাকরি প্রার্থীদের অতিরিক্ত ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী নির্দিষ্ট বেতন রয়েছে। তবে সমস্ত পদের মাসিক বেতন ন্যূনতম ৩৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,১০,০০০ টাকা মধ্যে প্রদান করা হবে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
শিক্ষাগত যোগ্যতা:
সিনিয়র সহকারী (সরকারি ভাষা) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের হিন্দি/ইংরেজিতে স্নাতকোত্তর অথবা হিন্দি ও ইংরেজিতে স্নাতক এবং অনুবাদ ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে।
- সিনিয়র সহকারী (পরিচালন) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের LMV লাইসেন্স সহ স্নাতক (ম্যানেজমেন্টে ডিপ্লোমা অগ্রাধিকারযোগ্য) ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।
- সিনিয়র সহকারী (ইলেকট্রনিক্স) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন/রেডিও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ থাকতে হবে।
- সিনিয়র সহকারী (অ্যাকাউন্টস) পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কম্পিউটার সাক্ষরতা পরীক্ষা সহ স্নাতক (বিশেষ করে বি.কম) ডিগ্রি অর্জন করতে হবে।
- জুনিয়র সহকারী (অগ্নিনির্বাপণ পরিষেবা) পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের ১০+৩ ডিপ্লোমা (মেকানিক্যাল/অটো/ফায়ার) অথবা দ্বাদশ শ্রেণি পাস এবং বৈধ এলএমভি লাইসেন্স থাকতে হবে।
আবেদনের তারিখ:
২৫ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড