Bangla News Dunia, Pallab : ঐক্যশ্রী স্কলারশিপের ২০২৫-২৬ বর্ষের অনলাইন আবেদন শুরু হলো। মাননীয়া মূখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, এবং পার্সি) ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপ। Aikyashree Scholarship 2025-26 – এ ক্লাস ১ থেকে শুরু করে Ph.D, ডিপ্লোমা কোর্সের সকল পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
ঐক্যাশ্রী স্কলারশিপ এর মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীরা সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে। Aikyashree Scholarship – ৫টি ভাগে বিভক্ত, ক্লাস ও নাম্বার অনুযায়ী আলাদা আলাদা। একটি হলো – প্রি ম্যাট্রিক, দ্বিতীয় টি হলো – পোস্ট ম্যাট্রিক, তৃতীয়টি হলো – মেরিট কাম মিনস, চতুর্থটি হলো – টিএসপি আর অপরটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ।
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপে অনলাইন আবেদন করবেন, কোন ক্লাসের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে স্কলারশিপ পাওয়া যায় ক্লাস অনুযায়ী। সমস্ত কিছু আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
Aikyashree – প্রি ম্যাট্রিক স্কলারশিপ
১) পশ্চিমবঙ্গের প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠরত শিক্ষার্থীদের জন্য।
২) আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৩) ১,১০০ টাকা থেকে শুরু করে ১১,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।
Aikyashree – পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ
১) ক্লাস ১১ থেকে Ph.D পর্যন্ত শিক্ষার্থীদের জন্য।
২) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৩) ২৫০০ টাকা থেকে ১৩,২০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।
Aikyashree – মেরিট কাম মিনস স্কলারশিপ
১) টেকনিক্যাল/প্রফেশনাল কোর্সে (Medical, Engineering, Management, Law, CA ইত্যাদি) পাঠরত পড়ুয়াদের জন্য।
২) পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৩) MCM স্কলারশিপে নূন্যতম ৫,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।
Aikyashree – Talent Support Programme স্কলারশিপ
১) সাধারণ যেকোনো কোর্সে মাধ্যমিকের পর কমপক্ষে ৫০% নম্বর পাওয়া সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, এই TSP স্কলারশিপ।
২) এখানে ২,৫৫০ টাকা থেকে ৪,৯০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।
৩) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
Aikyashree – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
১) একাদশ, দ্বাদশ ও ফাজিল থেকে শুরু করে UG,PG,Diploma,Polytechnic ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়াদের জন্য।
২) মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নাম্বার পেয়ে পাশ করতে হবে ও UG থেকে PG তে ৫৩% (জেনারেল) বা ৫৫% (টেকনিক্যাল) নাম্বার থাকতে হবে।
৩) ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পাওয়া যায় এই স্কলারশিপে।
৪) পরিবারের বার্ষিক আয় থাকতে হবে কমপক্ষে ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে।
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শর্তাবলি
১) আবেদনকারী ছাত্র ছাত্রীকে পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে।
২) বিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের আবেদন করার সময় বাংলা শিক্ষা আইডি থাকতে হবে।
৩) পূর্ব পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে (প্রথম শ্রেণী ব্যতিত)।
৪) ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
৫) প্রি ম্যাট্রিক পড়ুয়ারা বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবে।
৬) যে সকল শিক্ষার্থী প্রথম শ্রেনী কিংবা নতুন করে স্কুলে ভর্তি হয়েছে, তাদের ও যারা একাদশ শ্রেনীতে ভর্তি হয়েছে ও আগে আবেদন করেনি তারাই নতুন করে আবেদন করতে পারবে।
৭) দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের renewal করার জন্য কোনও আবেদন করার প্রয়োজন নেই। পুনর্নবীকরণের (renewal) যোগ্য ছাত্র-ছাত্রীরা এসএমএস-এর মাধ্যমে কনফার্মেশন পাবে।
Aikyashree Scholarship Online Apply 2025-26
ঐক্যশ্রী স্কলারশিপে অনলাইন আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে ৩১শে আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।