ওয়াকফ অসন্তোষের মাঝেই মোদি মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন ‘মুসলিম’ মুখ !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইন ঘিরে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের মধ্যেই তিন বছর পর কেন্দ্রীয় মন্ত্রীসভায় এবার মুসলিম মুখ ঠাঁই পেতে চলেছে। বিজেপি সূত্রের খবর, মন্ত্রীসভায় একজন পসমন্দ মুসলিম মুখকে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মন্ত্রে জোর দিতেই এই চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

তবে যাঁকেই আনা হোক, তাঁকে সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে। নতুন বিজেপি সভাপতি নির্বাচনের পর মে-জুলাই মাসে মন্ত্রীসভার রদবদল করা হতে পারে। বিজেপিতে বর্তমানে দুজন মুসলিম নেতা রয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন রাজ্যসভার সাংসদ গুলাম আলি খাতানা এবং অপরজন হলেন দলের সংখ্যালঘু মোর্চার জামাল সিদ্দিকি। খাতানা জম্মু ও কাশ্মীরের নেতা। মহারাষ্ট্রের নেতা সিদ্দিকি যদি মন্ত্রী হন তাহলে তাঁকে রাজ্যসভাতেও আনা হতে পারে।

বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘যাঁকেই বেছে নেওয়া হোক, তিনি পসমন্দা সম্প্রদায়ের হবেন।’ মোদি জমানায় শেষবার কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি। কিন্তু ২০২২ সালের জুলাই মাসে তিনি পদত্যাগ করার পর আর কোনও মুসলিম মুখকে মন্ত্রীসভায় আনা হয়নি। তৃতীয় মোদি সরকারেও কোনও মুসলিম মন্ত্রী করা হয়নি। বিজেপির অন্যতম মুসলিম নেতা তথা অটলবিহারী বাজপেয়ী মন্ত্রীসভার সদস্য শাহনওয়াজ হুসেনকেও বিহারে সীমাবদ্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন