ওলা-উবর-ব়্যাপিডো দ্বিগুণ ভাড়া চাইতে পারবে, কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  দিনের ব্যস্ত সময়ে দ্বিগুণ ভাড়া হাঁকতে পারবে উবের, ওলা এবং ব়্যাপিডোর ক্যাবচালকরা ৷ কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের নয়া নির্দেশিকা তেমনটাই জানিয়েছে ৷ অ্যাপ ক্যাবের চালকরা এবার পিক আওয়ারে যাত্রীদের থেকে মূল ভাড়ার সর্বোচ্চ দ্বিগুণ ভাড়া দাবি করার অনুমতি পেল ৷ এর আগে সর্বাধিক দেড়গুণ ভাড়া চাওয়া যেত ৷ ব্যস্ত সময় ছাড়া অন্য সময়ে মূল ভাড়ার চেয়ে 50 শতাংশ কম দাবি করতে পারবেন তাঁরা ৷

এখন দ্রুততার যুগে রোজের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে উবের, ওলা এবং ব়্যাপিডোর মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি ৷ কিন্তু এই সংস্থার ক্যাবগুলির বিরুদ্ধে মাঝেমধ্যেই বেশি ভাড়া দাবিতে যাত্রীদের হয়রান করার অভিযোগ ওঠে ৷ তাদের এই দৌরাত্ম্যের মধ্যে অ্যাপ ক্যাবগুলিকে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার ৷

গতকাল, 1 জুলাই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক 2025 সালের ‘মোটর ভেহিকলস অ্যাগ্রিগেটর গাইডলাইনস’ প্রকাশ করেছে ৷ রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে এই নয়া নির্দেশিকা চালু করতে বলা হয়েছে ৷ এই নির্দেশিকায় অনুযায়ী, কোনও নির্দিষ্ট রুটে কত ভাড়া হবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার ৷ ব্যস্ত সময়ে এই মূল ভাড়ার উপর সর্বাধিক দ্বিগুণ ভাড়া চাইতে পারবেন অ্যাপ ক্যাবচালক ৷ অন্য সময়ে চাহিদা কম থাকলে মূল ভাড়ার 50 শতাংশ যেতে রাজি হতে পারেন তাঁরা ৷

দ্বিগুণ ভাড়া দাবির অনুমতি দিলেও একটি বিষয়ে যাত্রীদের পক্ষে কথা বলেছে সরকার ৷ অ্যাপ ক্যাবের চালক ভাড়া গ্রহণ করে কোনও যুক্তিযুক্ত কারণ ছাড়াই তা বাতিল করলে মাশুল গুণতে হবে তাঁকেই ৷ এক্ষেত্রে জরিমানা হিসাবে ওই ভাড়ার 10 শতাংশ তাঁকেই দিতে হবে ৷ তবে সর্বাধিক জরিমানা হতে পারে 100 টাকা। একই নিয়ম প্রযোজ্য যাত্রীদের ক্ষেত্রেও ৷ কোনও যাত্রী ক্যাব বুক করে যথার্থ কারণ ছাড়া বুকিং বাতিল করলে তাঁকে ভাড়ার 10 শতাংশ (সর্বাধিক 100 টাকা) জরিমানা দিতে হবে ৷

আরও পড়ুন:- GST নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কমবে পোশাক, ইলেকট্রনিক্স সহ অনেক জিনিসের দাম

অ্যাপ ক্যাবের জন্য নির্দেশ

  • কেন্দ্রীয় সরকার এই অ্যাপ ক্যাব পরিষেবার জন্য একটি পোর্টাল তৈরি করবে ৷ সেখানে অ্যাপ ক্যাবের লাইসেন্সের অনুমোদন পাওয়া সহজ হবে ৷ এর জন 5 লক্ষ টাকা দিতে হবে ৷ লাইসেন্স জারি হওয়ার তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত তা সক্রিয় থাকবে ৷
  • ওলা, উবের ও ব়্যাপিডোর মতো অ্যাপ ক্যাবের সংস্থাগুলিকে চালকের জন্য 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা এবং 10 লক্ষ টাকা মূল্যের টার্ম ইনস্যুরেন্স নিশ্চিত করতে হবে ৷ সংস্থাগুলির তরফে একজন করে গ্রিভ্যান্স অফিসার বা অভিযোগ জানানোর আধিকারিক নিয়োগ করতে হবে ৷
  • কোনও গাড়ির বয়স রেজিস্ট্রেশনের দিন থেকে আট বছরের বেশি হলে অ্যাপ ক্যাব সংস্থাগুলি সেই গাড়ি চালাতে পারবে না ৷ এই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷
  • যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গাড়িতে ‘ভেহিকল লোকেশন অ্যান্ড ট্র্যাকিং ডিভাইসেস’ (ভিএলটিডি) ইনস্টল করা আবশ্যক এবং অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে যে, ভিএলটিডি সব সময় সক্রিয় রয়েছে ৷
  • এছাড়া অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে খেয়াল রাখতে হবে চালক অ্যাপ-এ উল্লিখিত রুট ধরেই যাচ্ছেন ৷ অন্যথা হলে ওই অ্যাপ থেকে সরাসরি সিগন্যাল পৌঁছবে কন্ট্রোল রুমে ৷ অবিলম্বে কন্ট্রোল রুম ওই চালক ও যাত্রীর সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করবে ৷
  • কল সেন্টারের বন্দোবস্ত করতে হবে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে ৷ সংস্থার ওয়েবসাইটে সক্রিয় টেলিফোন নম্বর এবং ইমেল আইডি জানাতে হবে ৷ এই নম্বর এবং ইমেল যেন 24×7 সচল থাকে ৷ সেখানে ইংরেজি ভাষার পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ভাষায় পরিষেবা দিতে হবে ৷

কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকায় অ্যাপ ক্যাব চালকদের সুবিধে হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা ৷ এর ফলে বৃষ্টির সময় হোক প্রখর রোদে অথবা জরুরি প্রয়োজনে যাত্রী হয়রানি কি কমবে নাকি আরও বাড়বে- এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন