Bangla News Dunia, Pallab : বাংলাদেশে ঘূর্ণাবর্ত, ঝড়-বৃষ্টি চলল দক্ষিণবঙ্গে। দুপুর গড়িয়ে বিকাল হতেই একাধিক জেলায় শুরু হয়ে গেল ঝড়-বৃষ্টি। এদিন বিকালে আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় জঙ্গলমহলের আকাশ। অন্ধকার হয়ে যায় চারদিক। এরপরই শুরু হয় বৃষ্টি। সঙ্গে দোসর ব্য়াপক ঝড়। বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই একই ছবি। মেঘলা কলকাতা থেকে আশপাশের জেলার আকাশও। হুগলিতেও জারি লাল সতর্কতা।
আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?
আবহাওয়া দফতর বলছে, পশ্চিমাঞ্চল থেকে মেঘ সরছে উপকূলের দিকে। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। তবে আপাতত তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। তবে ভ্যাপসা গরম থাকছে। কিন্তু তা থেকে মুক্তি দিয়ে এদিন দুপুরের পর ঝাড়গ্রামেও শুরু হয়ে যায় মুষলধারা। সঙ্গে পাল্লা দিয়ে বজ্রপাত।
আবহাওয়া দফতর বলছে, আগামী ৪-৫ দিনে আরও বৃষ্টিবাদলার পূর্বাভাস থাকছে। ২ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩ তারিখ শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। ৪ তারিখ রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়