Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে ‘মানহানিকর’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী ৷ তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট ৷ বুধবার মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর করে মামলা দায়েরের নির্দেশ দিল আদালত ৷ তাঁর বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ কংগ্রেস অবিলম্বে ওই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি তুলেছে ৷
মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ কর্নেল কুরেশি ও তাঁর যমজ বোনকে ‘জঙ্গিদের বোন’ বলে অভিহিত করেন ৷ তাঁর এই মন্তব্যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মধ্যপ্রদেশ হাইকোর্ট ৷ বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা শুক্লার ডিভিশন বেঞ্চ এদিন পুলিশকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় ৷
বুধবার সন্ধ্যা 6টার মধ্যে বিজেপি নেতা কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধ এফআইআর দায়ের করতে হবে বলে নির্দেশ দেয় আদালত ৷ এফআইআর দায়ের হলে তা আদালতকে জানাতেও হবে ৷ বৃহস্পতিবার সকাল 10.30 টায় এই মামলার পরবর্তী শুনানি ৷ চাপের মুখে বিজয় শাহ জানিয়েছেন, তাঁর মন্তব্যে যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে তিনি 10 বার ক্ষমতা চাইতে প্রস্তুত ৷ তিনি আরও জানান, কর্নেল কুরেশিকে তিনি তাঁর বোনের থেকেও বেশি শ্রদ্ধা করেন ৷
এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি বলেন, “আমরা মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সেনাবাহিনীর বীরত্বকে স্যালুট জানিয়েছেন ৷ এদিকে মধ্যপ্রদেশের মন্ত্রী সেনা আধিকারিক ও তাঁর বোনকে অপমান করছেন ৷ বিজেপি এখন নীরব কেন ? কেন ওই মন্ত্রীকে 24 ঘণ্টার মধ্যে বরখাস্ত করা হল না ? আমরা দেশের সব থানায় কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করব ৷”
ভোপাল পুলিশের সাইবার সেল ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ এসিপি সুজিত তিওয়ারি বলেন, “মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের সম্পর্কে একটি লিখিত আবেদন দিয়েছে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ৷ তাঁর বিরুদ্ধে অভিযাগ দায়ের হয়েছে ৷ তদন্ত হবে ৷”
22 এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবে 6-7 মে রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা ৷ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা ৷ এরপর 7 মে সকালে অপারেশন সিঁদুর নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রী ৷ তখন তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং ৷
ভারতীয় সেনা কীভাবে ন’টি জঙ্গিঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এই দুই মহিলা সেনা আধিকারিক ৷ 10 মে পর্যন্ত চারটি মিডিয়া ব্রিফিংয়ে বিদেশ সচিবের সঙ্গী ছিলেন এই দুই মহিলা সেনা আধিকারিক ৷ ওই দিনই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি স্থগিত হওয়ার পর সেনার কমোডোরের সঙ্গেও সাংবাদিক বৈঠকে ছিলেন তাঁরা ৷ প্রতিবারই তাঁরা পাক সেনার হামলা থেকে শুরু করে ভারত কীভাবে শত্রুকে প্রতিরোধ করেছে, তা বিশদে তুলে ধরেছেন ৷ এবার কর্নেল কুরেশিকে কুরুচিকর আক্রমণ করলেন বিজেপিরই মন্ত্রী ৷