Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্নাতক স্তরে কলেজে ভর্তির অভিন্ন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল ৷ পূর্বের ঘোষণা অনুযায়ী, প্রথমার্ধে অভিন্ন পোর্টালের সাহায্যে কলেজে ভর্তির সময়সীমার শেষ দিন ছিল 1 জুলাই অর্থাৎ মঙ্গলবার ৷ কিন্তু এদিন নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর ৷ ভার্তির সময়সীমা বাড়িয়ে করা হল 15 জুলাই। অর্থাৎ পড়ুয়ারা স্নাতক স্তরে কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের আবেদন করতে পারবে এই দিন পর্যন্ত ৷ পড়ুয়ারা আরও একটু সুযোগ দেওয়ার কথা ভেবেই এই সিদ্ধান্ত, জানাল উচ্চশিক্ষা দফতর।
Wbcap.in পোর্টালের সাহায্যে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এই পোর্টালের সাহায্যে রাজ্যের 460টি কলেজ ও 17টি বিশ্ববিদ্যালয়ের আবেদনের সুযোগ পাবেন পড়ুয়ারা। এখনও পর্যন্ত এই পোর্টালের সাহায্যে 3 লক্ষ 24 হাজার 975 জন পড়ুয়ারা আবেদন জমা করেছেন ৷ মোট আবেদন জমা পড়েছে 18 লাখ 22 হাজার 555 ৷ একজন পড়ুয়া সর্বাধিক 25টি আবেদন জমা করতে পারেন ৷ এবার পোর্টালে কোন সমস্যায় পড়লে পড়ুয়াদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বীণা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-কে ব্যবহার করে সমস্যার সমাধান করা হচ্ছে । বীণা হল একটি চ্যাট-বক্স। যেখানে সমস্যায় পড়লে পড়ুয়ারা তাদের নিজস্ব ভাষায় তা তুলে ধরছেন। সেখানেই তার উত্তর জানাচ্ছে বীণা। এর সাহায্যে 33 হাজার 267 জন আবেদনকারী প্রশ্ন করেছে ৷
বায়োলজিকাল সাইন্স, ইতিহাস, বাংলা, ইংরেজি, সাইকোলজি এই বিষয়গুলিতে সব থেকে বেশি আবেদন জমা পরেছে ৷ 3 হাজারের বেশি আবেদনকারী বাইরের রাজ্য থেকে আবেদন জমা করেছেন ৷ সিকিম, মেঘালয়, ত্রিপুরা থেকেও আবেদন জমা পড়েছে প্রচুর ৷ প্রসঙ্গত, এরপর সুযোগ থাকবে দ্বিতীয় দফার। 2 অগস্ট থেকে 11 অগস্ট ভার্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা ৷ 14 অগস্ট কলেজ বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দ করা হবে ৷ 14 অগস্ট থেকে 17 অগস্ট বরাদ্দ সিটে ভর্তি হবে ৷ 21 অগস্ট আপ-গ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে ৷ 21 থেকে 24 অগস্ট পর্যন্ত সেই তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে ৷ 28 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভর্তি হওয়া পড়ুয়াদের নথি যাচাই হবে ৷ কোর্সের ভর্তির টাকা ছাড়া পুরো প্রক্রিয়াটি হবে বিনামূল্যে ৷
আরও পড়ুন:- মাটির নিচে ফাটবে এমন মিসাইল বানাচ্ছে ভারত, ভয়ে ঘুম হারাম চিন-পাকিস্তানের