উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাস কেটে গেলেও এখনও রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯শে জুনের মধ্যেই চালু হয়ে যাবে কেন্দ্রীয় অনলাইন অ্যাডমিশন পোর্টাল।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান ! মিলবে লাখ লাখ টাকার চাকরি
ভর্তির নতুন নিয়ম: কেন্দ্রীয় অনলাইন পোর্টাল
এই বছর থেকে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত কলেজগুলিতে ভর্তির জন্য একটিমাত্র কেন্দ্রীয় অনলাইন পোর্টাল (Centralised Online Admission Portal) চালু করা হচ্ছে। এর ফলে ছাত্রছাত্রীদের আর আগের মতো বিভিন্ন কলেজে আলাদা আলাদা করে ফর্ম ফিলাপ করার প্রয়োজন হবে না। একটি মাত্র ফর্মে আবেদন করেই তারা তাদের পছন্দ অনুযায়ী একাধিক কলেজ বেছে নিতে পারবে। এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীদের হয়রানি কমবে, তেমনই ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
কেন এই বিলম্ব?
এ বছর কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে, তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। মূলত ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণে এই প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছিল বলে জানা গেছে। তবে শিক্ষামন্ত্রী বিধানসভায় জানিয়েছেন যে সমস্ত সমস্যা কাটিয়ে এখন পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। গত বছরও ১৯শে জুন নাগাদ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই এ বছর খুব বেশি দেরি হয়নি বলেই তিনি আশ্বাস দিয়েছেন।