কাউকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলা অনুপযুক্ত হলেও অপরাধ নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

mushlim

Bangla News Dunia, দীনেশ : কাউকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলে ডাকা অনুপযুক্ত (Pakistani)। তবে তা ধর্মীয় ভাবাবেগে আঘাতের করার মতো অপরাধ নয়। এক মামলার শুনানিতে মঙ্গলবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভারতীয় সংবিধানের (IPC) ২৯৮ ধারা উল্লেখ করে এই মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

সূত্রের খবর, হরি নন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন এক সরকারি কর্মচারী। মামলাকারী ওই সরকারি কর্মচারী একজন উর্দু অনুবাদক। তাঁর অভিযোগ ছিল, একটি মামলা সংক্রান্ত নথি তিনি অভিযুক্তকে দিয়েছিলেন। কিন্তু সেই তথ্য প্রথমে অভিযুক্ত ব্যক্তি নিতে চাননি। কিন্তু পরে তা নিলেও মামলাকারীর ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য করেন। ‘মিয়াঁ’, ‘পাকিস্তানি’ এসব বলে অপমান করা হয়েছে বলে দাবি মামলাকারীর। এরপরই তিনি অভিযুক্ত হরি নন্দন সিংয়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন।

আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

কিন্তু পর্যালোচনা করার পর প্রথমে নিম্ন আদালতে শুধুমাত্র ৩৫৩, ২৯৮ এবং ৫০৪ ধারায় মামলা গ্রহণ করা হয়। বাকিগুলি বাতিল হয়ে যায়। এরপর রাজস্থান হাইকোর্টে মামলা খারিজ হয়ে গেলেও তা পৌঁছায় সুপ্রিম কোর্টে। তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালতও রায় দিয়েছে যে, ৩৫৩ ধারার অধীনে অভিযোগ বহাল রাখার জন্য আক্রমণ বা বলপ্রয়োগের কোনও প্রমাণ নেই। ৫০৪ ধারাও প্রযোজ্য নয় কারণ শান্তিভঙ্গ হয়নি। আর ২৯৮ ধারার ক্ষেত্রেও শীর্ষ আদালত স্বীকার করেছে যে, অভিযুক্তের মন্তব্য অনুপযুক্ত হলেও, তা অপরাধ নয়।

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন