কাল সারাদেশে হবে ২৫৯টি অসামরিক মহড়া, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে প্রস্তুতি ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ৭ মে, ২০২৫ তারিখে ভারতজুড়ে আয়োজিত হতে চলেছে ২৫৯টি স্থানে অসামরিক মহড়া (Civil Defence Mock Drill)। দেশের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই মহড়ার উদ্দেশ্য হলো — জরুরি পরিস্থিতিতে প্রশাসন ও সাধারণ মানুষের প্রস্তুতি ও প্রতিক্রিয়া যাচাই করা।

আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

পশ্চিমবঙ্গে মহড়ার স্থানসমূহ:

এই মহড়ার আওতায় পশ্চিমবঙ্গের বহু জেলা ও শহরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে:

  • কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি
  • গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা
  • খড়গপুর, বারাকপুর-আসানসোল, ফরাক্কা, চিত্তরঞ্জন
  • বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর
  • দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কার্সিয়াং, কালিম্পং
  • জলঙ্গি, হাওড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ
  • কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

এই মহড়ায় কী কী হবে?

  • এয়ার সাইরেন বাজানো হবে
  • লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মহড়া
  • অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম সক্রিয় থাকবে

সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • সাইরেন বাজলেই ঘরের ভিতরে ঢুকে দরজা-জানালা বন্ধ করুন
  • সব আলো ও ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাকআউট নিশ্চিত করুন
  • বাইরে থাকলে কাছের নিরাপদ জায়গায় আশ্রয় নিন
  • কোনও গুজব ছড়াবেন না, সরকারি নির্দেশ মেনে চলুন
  • বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামোফ্লাজ ও জরুরি প্রস্তুতি ব্যবস্থা রাখুন

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন