Bangla News Dunia, Pallab : বুধবারই বেশ কয়েকজন পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের (Pak Social Media Accounts) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার (Ban) করেছিল ভারত। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই বৃহস্পতিবার সকাল থেকে ভারতে ফের বন্ধ হয়ে গেল সেই অ্যাকাউন্ট গুলি (Blocked)।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।
পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুরে’র পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর, সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ভারতে ব্লক করে দেওয়া হয়েছিল। হানিয়া আমির, মাহিরা খান, ফাওয়াদ খান, শাহিদ আফ্রিদি সহ আরও অনেকেরই ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। সেই তালিকায় পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও ছিল। কিন্তু বুধবার ফের পাক তারকাদের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলগুলি ভারতে দেখা যাচ্ছিল। ফলে জল্পনা শুরু হয়েছিল, হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কেন্দ্র।
কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই অ্যাকাউন্টগুলি আর ভারতে দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। ওই অ্যাকউন্টগুলি সক্রিয় থাকলেও শুধু ভারতীয় ব্যবহারকারীরা সেগুলি দেখতে পাচ্ছেন না। ভারত থেকে অ্যাকাউন্টগুলি সার্চ করা হলে স্ক্রিনে বার্তা আসছে, ‘ভারতে অ্যাকাউন্টটি উপলব্ধ নয়। আইনি অনুরোধ মেনে এই কন্টেন্টটি সীমাবদ্ধ করা হয়েছে।’
যদিও নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। এমনকি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি কীভাবে দেখা গেল বা ফের আচমকাই উধাও হয়ে যাওয়া নিয়েও তথ্য ও সম্প্রচার মন্ত্রক এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল