Bangla News Dunia, দীনেশ : পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনমুখী প্রকল্প কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa 2025) আবারও শিরোনামে! বিগত কিছু দিন ধরে অনেক জায়গা থেকে জানতে পাওয়া যাচ্ছে যে, এই প্রকল্পের ভাতা সরকারের তরফে বৃদ্ধি করা হতে পারে। আর এই নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের (Farmers) মধ্যে নান ধরণের জিজ্ঞাসা দেখা দিচ্ছে। এই আলোচনাতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
কৃষকবন্ধু প্রকল্পে টাকা বাড়লো?
কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কিছু জানানো হয়নি, এই খবর শুধুমাত্র কিছু কিছু সোশ্যাল মিডিয়া সুত্র মারফৎ পাওয়া গেছে। আর তাই এই খবরের কোন রকমের তথ্য এখন পর্যন্ত সরকারের তরফে জানানো হয়নি এবং অনেক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই রকমের খবর থেকে দূরে থাকতে এবং সতর্ক থাকতে, কারণ সরকারের তরফে কোন ঘোষণা না করা হলে সেই খবর সত্য হয়না।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
এই বছরের টাকা কবে ও কিভাবে মিলবে?
কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হবে। এতে করে মধ্যস্বত্ব ভোগীদের কোনও ভূমিকা থাকবে না এবং প্রক্রিয়া হবে স্বচ্ছ ও সঠিক। আর পিএম কিষান যোজনার মতোই এই সরকারি প্রকল্প শুরু করা হয়েছিলো এবং অনেক কৃষকেরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
কেন এই প্রকল্প?
- রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া।
- চাষাবাদের জন্য প্রাথমিক খরচের জোগান দেওয়া।
- কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা।
- সরকার মনে করছে, এই সহায়তার মাধ্যমে চাষিরা বেশি উৎসাহিত হবেন এবং ফসল উৎপাদন বাড়বে।
কিছু সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী দিনে কৃষকবন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এবং অনেকেই মনে করছেন যে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারের তরফে। নতুন কিছু ডিজিটাল ব্যবস্থা যুক্ত করা হতে পারে যাতে কৃষকদের সুবিধা আরও দ্রুত এবং নিশ্চিতভাবে পৌঁছে যায় যাতে তাদের এই টাকার জন্য ঘুরে বেড়াতে না হয়।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
কৃষকবন্ধু প্রকল্পে টাকা বৃদ্ধির এই ঘোষণা হলে আগামী দিনে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে অনেক সুবিধা হবে। আর্থিক সুরক্ষার পাশাপাশি এই প্রকল্প কৃষকদের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও দৃঢ় করছে। পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ কি হতে চলেছে ভবিষ্যতে সেই সম্পর্কে জানতে ইচ্ছুক রয়েছেন অনেকেই।