কেন্দ্রে মোদি সরকারের 11 বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন দিকে আলোকপাত করলেন প্রধানমন্ত্রী।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জোর দিয়ে জানিয়েছেন, তাঁর সরকারের 11 বছরের মধ্যে ভারত দ্রুত ক্রমবর্ধমান প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ এর সঙ্গেই জলবায়ু কর্মকাণ্ড এবং ডিজিটাল উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভিত্তি হয়ে উঠেছে। সুশাসনের উপর স্পষ্ট দৃষ্টি রেখে মোদি গত 11 বছরের কথা জানিয়েছেন ৷

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী একটি লিঙ্ক শেয়ার করে উল্লেখ করেছেন, বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীদের 60 শতাংশ এসসি, এসটি এবং ওবিসি বিভাগের ৷ কংগ্রেসের মতো বিরোধী দলগুলি তাদের স্বার্থের জন্য বিরোধিতা করছে ৷ তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা সরকারের সামাজিক ন্যায়বিচারের বিষয়টি খর্ব করে দেখাতে চাইছে। মোদি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে এই প্রান্তিক গোষ্ঠীগুলির প্রতিনিধিত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷

এক্স-এর পোস্টে, মোদি জানিয়েছেন, 140 কোটি ভারতীয়ের আশীর্বাদ এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্রুত রূপান্তর প্রত্যক্ষ করেছে। তিনি লিখেছেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নীতির দ্বারা পরিচালিত হয়ে, এনডিএ সরকার দ্রুততা, এবং সংবেদনশীলতার সঙ্গে যুগান্তকারী পরিবর্তন এনেছে। অর্থনৈতিক বৃদ্ধি থেকে সামাজিক উন্নয়ন, জনমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং সর্বাত্মক অগ্রগতির উপর জোর দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের সম্মিলিত সাফল্যের জন্য গর্বিত কিন্তু একই সঙ্গে, আমরা আশা, আত্মবিশ্বাস এবং একটি উন্নত ভারত গড়ে তোলার জন্য একটি নতুন সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি।” তিনি পোস্টের সঙ্গে “11 বছরের সেবা” হ্যাশট্যাগও ব্যবহার করেছেন ৷ একই সেঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘটে যাওয়া পরিবর্তনের বিবরণের লিঙ্কও শেয়ার করেছেন। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে, ‘ইন্ডিয়া ফার্স্ট’ তাঁর প্রতিটি নীতি এবং কর্মকাণ্ডকে নির্দেশিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এতে উল্লেখ করা হয়েছে যে, 81 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন, 15 কোটিরও বেশি পরিবার নল বাহিত জলের সংযোগ পেয়েছে, দরিদ্রদের জন্য চার কোটিরও বেশি ঘর তৈরি হয়েছে, 12 কোটি শৌচাগার তৈরি হয়েছে, 52.5 কোটি ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়েছে এবং 20 কোটি মহিলাকে কোভিডের সময় বিভিন্ন প্রকল্পের আওতায় নগদ সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- অবিবাহিত যুগলদের হোটেল রুম বুকিং কখন বাতিল হতে পারে? নিয়ম না জানলে বিপদে পড়বেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন