কেন গলায় সাপ পেঁচিয়ে রাস্তায় ঘুরছেন এই অভিনেতা ? কারণ জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একসময় বাংলা টেলিভিশনের চেনা মুখ ছিল ছিলেন ক্রুশল আহুজা। জি বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন ক্রুশল আহুজা। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁদের জুটি দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক মহলে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন ক্রুশল। তবে আর তাঁকে বাংলা সিরিয়ালে দেখা যায়নি, বরং তিনি পা জমিয়ে ফেলেছেন হিন্দি সিরিয়ালে। সেখানেই এখন চেনা মুখ ক্রুশল।

সদ্যই শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এর কাজ। লম্বা ‘টাইম লিপ’ পেরিয়ে গল্পে নতুন মোড় এসেছে। এই ধারাবাহিকে দীর্ঘ দিন নায়ক ‘অনিরুদ্ধ বসু’র চরিত্রে দেখা গিয়েছে ক্রুশল আহুজাকে। নতুন সিরিয়ালের কাজ চলতে চলতেই ক্রুশলকে দেখা গেল একেবারে ছুটির মেজাজে। গলায় অজগর সাপ পেঁচিয়ে দিব্যি খোশ মেজাজে রয়েছেন  অভিনেতা। মুখে ভয়ের লেশটুকুও নেই। ঢিলা ঢালা টি-শার্ট ও ক্যাজুয়াল প্যান্ট ও টুপিতে দেখা গেল ক্রুশলকে।

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

তবে সকলের নজর কেড়েছে অভিনেতার গলায় পেঁচিয়ে এই পাইথনটি। তাকে নিয়েই ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। আসলে এটা বল পাইথন, এই সাপগুলো বিষাক্ত হয় না। ফলে অনায়াসেই এদের নিয়ে ঘোরাফেরা করা যায়। প্রসঙ্গত, ক্রুশল একা নন, এর আগেও টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে দেখা গিয়েছিল থাইল্যান্ডে গিয়ে সাপের মুখে চুমু খেতে। তিনিও সেই সময় বলেছিলেন যে সাপকে পোষ্য করতে চান অভিনেতা। কিন্তু মায়ের জন্য সেটা পারছেন না। অপরদিকে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বাড়িতেই পোষেন চারটি বল পাইথন, যার একটির নাম উলুপি। সেই তালিকাতেই এবার নাম লেখালেন ক্রুশলও।

একটা সময়ে বাংলা টেলিভিশনে মহিলাদের হার্টথ্রব ছিলেন ক্রুশল আহুজা। কিন্তু এখন আর অভিনেতাকে বাংলা সিরিয়ালে দেখা যায় না। একের পর এক হিন্দি টেলিভিশনে কাজ করে চলেছেন তিনি। সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ এর কাজ। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই ফের এক হিন্দি ধারাবাহিকে কাজ করার কথা ভাবছেন ক্রুশল।

আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন