Bangla News Dunia, Pallab : রবিবার সকাল থেকেই রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে শুরু হয়েছে মিছিল। বেশ কিছুদিন ধরে রামনবমী নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতর চলছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে রাজ্যের প্রশাসন। এরই মাঝে কেষ্টপুরে (Kestopur) রামনবমীর মিছিল (Ram Navami Rally) আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যার জেরে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা (BJP)। স্কুটি নিয়ে সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও (Locket Chatterjee)। তাঁর সঙ্গেও কথা কাটাকাটি হয় পুলিশের।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
জানা গিয়েছে, এদিন নিউটাউনের রাম মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল। সেটি বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে দমদমে হনুমান মন্দিরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কেষ্টপুরে ঢোকার সময়ই বিধাননগর পুলিশ সেই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। পুলিশের দাবি, নির্দিষ্ট রুটে যাচ্ছিল না এই মিছিলটি। সেই কারণেই আটকানো হয়েছিল। মিছিল অন্যপথে ঘুরিয়ে দমদম যাওয়ার পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। কিন্তু সেকথা মানতে রাজি ছিল না বিজেপি কর্মী-সমর্থকরা। শেষে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন লকেট। যদিও পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়নি। পুলিশ শান্তিপূর্ণভাবে মিছিলটিকে অন্য পথে নিয়ে যায়।
এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘শুধুমাত্র রামনবমীতে কেন এত নিষেধাজ্ঞা? অন্য সময় কেন পুলিশ কিছু বলে না? পার্ক-সার্কাসের উপর দিয়ে যখন হেলমেট না পরে চলে যায় তখন পুলিশ দাঁড়িয়ে দেখে কেন? যেমন দুর্গাপুজো পালিত হয়, তেমনই রামনবমী পালিত হচ্ছে। আর এটা কোনও রাজনৈতিক মিছিল নয়। তাহলে আটকাচ্ছে কেন?’
প্রসঙ্গত, রামনবমী উপলক্ষ্যে রাজ্যে বিজেপি (BJP)-র যেমন মিছিল রয়েছে, তেমনই পথে নামছে তৃণমূলও (TMC)। এদিন দিলীপ ঘোষ, অর্জুন সিং, শমীক ভট্টাচার্যকেও রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা যায়। সেই সঙ্গে রাজ্যের বেশ কিছু এলাকায় পালটা রামনবমী পালন করছে শাসক দলও।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর