Bangla News Dunia, Pallab : অপারেশন সিঁদুর পর্বে ভারতের রাফাল বিমান (Rafale Jet) ধ্বংস নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিকর দাবি করেছে পাকিস্তান। কিছুদিন আগেই তারা দাবি করে ভারতের ৩ টি রাফাল বিমান তাঁরা ধ্বংস করেছে। কিন্তু ভারত এনিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও মুখ খুলল রাফালের প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট (দাঁসো) অ্যাভিয়েশন। সংস্থার সিইও এদিন সাফ জানিয়ে দেন, পাকিস্তানের আক্রমণে কোনও রাফাল বিমান ধ্বংস হয়নি। অপারেশন সিঁদুর পর্বে ভারতকে একটিই রাফাল বিমান খোয়াতে হয়েছে, আর তাও হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে। দাসাল্ট অ্যাভিয়েশনের সিইওর এই বক্তব্যের পর কার্যত পাকিস্তানের দাবির আর কোনও ভিত্তি থাকল না বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?
ভারতীয় বিমানবাহিনীর সম্ভারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাফাল বিমান। ফরাসী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের তৈরি এই বিমান অপারেশন সিঁদুরপর্বে ভারতকে লড়াইয়ে অনেকটা এগিয়ে রেখেছে। কিন্তু অপারেশন সিঁদুর পর্বে হামলা শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান রাফাল জেট নিয়ে নানা মন্তব্য করে এসেছে। বিষয়টি ভাবিয়ে তোলে দাসাল্ট অ্যাভিয়েশনকেও। কারণ রাফাল ব্যার্থ হলে তা নির্মাতা সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেবে। তাদের তরফে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই প্রকাশ্যে আসে প্রকৃত তথ্য। ফরাসি ওয়েবসাইট অ্যাভিয়ন চেজে দাঁসো অ্যাভিয়েশনের প্রধান জানিয়েছেন, ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে, তা পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন। ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেটার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন