‘ক্ষমতায় এসেছেন সুদখোর, জঙ্গিনেতা’ ! ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ‘সুদখোর’, ‘জঙ্গিনেতা’ বলে আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মধ্যরাতে হাসিনার দল আওয়ামি লিগ সামাজিক মাধ্যমে একটি অডিওবার্তা প্রকাশ করে। প্রায় ৯ মিনিটের সেই অডিওবার্তায় হাসিনা ইউনূসের আমলে দেশে নারী নির্যাতন, ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘ক্ষমতায় এসেছেন একজন সুদখোর, জঙ্গিনেতা ইউনূস।’

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

গত বৃহস্পতিবার বাংলাদেশের মাগুরায় ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটির অবস্থা সংকটজনক। বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তাঁর আমলের কথা স্মরণ করিয়ে হাসিনা বলেন, ‘আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে, তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত রেখেছিলাম।’ অন্তর্বর্তী সরকারকে নিশানা করে তাঁর বার্তা, ‘ইউনূসের হাত থেকে দেশকে এবং নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন