Bangla News Dunia, Pallab : SBI গ্রাহকদের সতর্ক করলো সম্প্রতি এক ভয়ঙ্কর প্রতারণার ঘটনা সামনে এসেছে যেখানে শুধুমাত্র একটি ফোন কলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো টাকা গায়েব হয়ে যাচ্ছে। এই নতুন স্ক্যামটি এখন ছড়িয়ে পড়েছে বহু অঞ্চলে, বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের টার্গেট করে। তাই এসবিআই (State Bank of India) গ্রাহকদের এখনই সতর্ক হওয়া জরুরি।
আরও পড়ুন : ট্রেনে তত্কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?
SBI warn Customers for Online Fraud
এই প্রতারণায় প্রতারকরা নিজেকে স্টেট ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ফোন করে। তারা গ্রাহককে জানায়, তার একাউন্ট ব্লক হতে পারে বা KYC আপডেট প্রয়োজন। এরপর ভয় দেখিয়ে OTP, ডেবিট কার্ড ডিটেইল বা অন্যান্য ব্যক্তিগত তথ্য জেনে নেয়। একবার এই তথ্য পেলে তারা দ্রুতভাবে গ্রাহকের একাউন্ট থেকে টাকা তুলে নেয়।
কোন নম্বর থেকে ফোন করলে বিশ্বাস করবেন?
SBI জানিয়ে দিয়েছে, তাদের অফিসিয়াল ফোন নম্বর গুলো সবই নির্দিষ্ট সিরিজ থেকে শুরু হয়। এই গুলোর মধ্যে কয়েকটি হল – 1600 সিরিজের নম্বর এই 1600 সিরিজের মোট ১৫টি ভেরিফায়েড নম্বর রয়েছে তাই এই সিরিজ ছাড়া অন্য কোনো নম্বর থেকে কল এলে সঙ্গে সঙ্গে তা এড়িয়ে চলুন।
কীভাবে বুঝবেন ফোনটি প্রতারণামূলক?
- কলটি অজানা নম্বর থেকে আসছে কি না
- কলার কি নিজেকে ব্যাংক কর্মী পরিচয় দিচ্ছে?
- কি কোনো OTP, PIN বা কার্ড ডিটেইল চাইছে?
- যদি উপরের কোনো প্রশ্নের উত্তর “হ্যাঁ” হয়, তাহলে ফোনটি স্ক্যাম বলেই ধরে নিন।
আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !